বিএনপি’র ৩১ দফা বাস্তবায়নে ফরহাদ ইকবালের লিফলেট বিতরণ
- আপডেট সময় : ০৬:৫৬:০৩ অপরাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫ ৪৮ বার পড়া হয়েছে
মো.শামীম আল মামুনঃ বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে টাঙ্গাইল-৫ (সদর) আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী ও জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এডভোকেট ফরহাদ ইকবাল শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে লিফলেট বিতরণ করছেন।
সোমবার (২৪ নভেম্বর) বিকালে টাঙ্গাইল শহীদ স্মৃতি পৌর উদ্যান থেকে একটি বিশাল মিছিল সহকারে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে এই ৩১ দফার লিফলেট বিতরণ করা হয়। এরআগে এই কর্মসূচির সমর্থনে টাঙ্গাইল সদরের বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার ১৮টি ওয়ার্ড থেকে খন্ড-খন্ড মিছিল এসে শহীদ স্মৃতি পৌর উদ্যানে সমবেত হয়।
লিফলেট বিতরণের পূর্বে সংক্ষিপ্ত সমাবেশে এডভোকেট ফরহাদ ইকবাল বলেন, আমি শতভাগ আশাবাদী দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দেশ নায়ক তারেক রহমান আমাকে টাঙ্গাইল-৫ (সদর) আসনে ধানের শীষের মনোনয়ন দেবেন। টাঙ্গাইলের ৮টি আসনের মধ্যে ৭টি আসনে ইতিমধ্যেই ধানের শীষের প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। অবিলম্বে টাঙ্গাইল-৫ (সদর) আসনে টাঙ্গাইল সদরের ছেলেকেই মনোনয়ন দেওয়ার জোর দাবি জানাচ্ছি। তবে দল যাকে মনোনয়ন দেবে তার পক্ষেই শেষ পর্যন্ত কাজ করে যাব।









