ড. মানসী দাস
বসন্ত বাহার
ডেস্ক রিপোর্ট
- আপডেট সময় : ০৮:৪৯:১৬ পূর্বাহ্ন, রবিবার, ২৪ মার্চ ২০২৪ ১২৭ বার পড়া হয়েছে
চৈত্র দিনের নিস্তব্ধ মধ্যদুপুরে
সবুজ কুঁড়ির মনে কাব্যের ঝড় ওঠে
মাতাল মহুয়া বনের অন্দরে |
ঝরে পরা রঙিন পাতায় পাতায়
লেখা হয় নব প্রজন্মের নাম
আগমনীর কবিতায় |
নবীন বরনের উৎসবে
নিস্তব্ধতার ঘুম ভাঙে
আনন্দ মুখরিত কলরবে |
বিরহের অবসানে
মিলনের কুহু রবে |
ঝরা পাতার মর্মর সুরে
বনানীর অগ্নিবীণায় বাজে
সঞ্চারীর তান বসন্ত বাহারে |
সবুজের ক্যানভাসে
পলাশের আগুন রঙের ছোঁয়ায়
দিগন্তের বুকে ছবি আঁকে একমনে
গোধুলীর রঙতুলি |