নওয়াজ শরিফকে আজীবনের জন্য অযোগ্য’ ঘোষণা করেছেন দেশটির সুপ্রিম কোর্ট

প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৯:৩৫:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ এপ্রিল ২০১৮ ১০৫ বার পড়া হয়েছে
পাকিস্তানের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকে ‘সরকারি দফতরে আজীবনের জন্য অযোগ্য’ ঘোষণা করেছেন দেশটির সুপ্রিম কোর্ট।শুক্রবার (১৩ এপ্রিল) প্রধান বিচারপতি মিয়া সাকিব নিসারের নেতৃত্বে পাঁচ সদস্যের সুপ্রিম কোর্ট বেঞ্চ ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীর বিরুদ্ধে এ রায় ঘোষণা করেন। গত বছরের জুলাইয়ে নওয়াজকে ‘প্রধানমন্ত্রী পদে অযোগ্য ঘোষণা’ করা হলে পদত্যাগ করেন তিনি।আদালতের বরাতে স্থানীয় সংবাদমাধ্যমে বলা হয়, নওয়াজকে সংবিধানের ‘অনুচ্ছেদ ৬২ (১)(এফ)’ অনুযায়ী সরকারি দফতরে ‘আজীবন অযোগ্য’ ঘোষণা করা হয়েছে। পাঁচ বিচারপতির বেঞ্চে সর্বসম্মতিক্রমে এই রায় ঘোষিত হয়েছে।