টাঙ্গাইল সদর আসনে বিএনপির মনোনয়ন পেলেন সুলতান সালাউদ্দিন টুকু
- আপডেট সময় : ১০:৩২:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫ ২৩ বার পড়া হয়েছে
সোনালী বাংলাদেশ নিউজ ডেস্ক: টাঙ্গাইল প্রতিনিধ:ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন টাঙ্গাইল-৫ (সদর) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনয়ন পেয়েছেন দলের কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) ঢাকার গুলশানে বিএনপি’র চেয়ারপার্সনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাদ পরা ৩৬টি আসনগুলোর দল মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করেন।এর আগে গত ৩ নভেম্বর ৩০০ আসনের মধ্যে ২৩৭টি আসনে প্রার্থীদের নাম ঘোষণা করেছিল দলটি। টাঙ্গাইল সদর উপজেলা নিয়ে গঠিত টাঙ্গাইল-৫ আসনটি জেলার গুরুত্বপূর্ণ একটি আসন। এই আসন থেকেই পুরো জেলার রাজনীতি পরিচালিত হয়। এই আসনে দলের মনোনয়ন তাকে দেয়ায় সুলতান সালাউদ্দিন টুকু ও তার কর্মী-সমর্থক- শুভাকা্ক্ষংীরা দলের চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ কেন্দ্রীয় নেতবৃৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। বিপুল ভোটে বিজয়ী হয়ে হারানো আসনটি পুনরুদ্ধার করে দলকে উপহার দেয়া হবে বলে নেতৃবৃন্দ জানিয়েছেন।
মনোনয়ন ঘোষণার পর সুলতান সালাউদ্দিন টুকু তার ফেসবুক পোস্টে লিখেছেন, সবার প্রতি বিনীত অনুরোধ। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অসুস্থতায় বর্তমান সংবেদনশীল পরিস্থিতি বিবেচনায় কেউ যেন মিছিল, শোভাযাত্রা বা উল্লাসে অংশ না নেয়। দায়িত্বশীল আচরণ বজায় রাখা আমাদের সবার জন্যই গুরুত্বপূর্ণ।
সুলতান সালাউদ্দিন টুকু ২১ আগষ্ট গ্রেনেড হামলার মামলায় মৃত্যুদন্ড থেকে খালাসপ্রাপ্ত ও সদ্য কারামুক্ত দলের ভাইস চেয়ারম্যান, সাবেক উপমন্ত্রী, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনে দলের মনোনীত প্রর্থী আবদুস সালাম পিন্টু’র ছোট ভাই। তিনি বর্তমানে দলের কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদকের দায়িত্ব পালন করছেন। ইতিপূর্বে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক এবং জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সভাপতির দায়িত্ব পালন করছেন। তিনি তার রাজনৈতিক জীবনে আন্দোলন-সংগ্রামে সক্রিয় অংশগ্রহণ এবং একাধিকবার কারাবরণ করেছেন।









