টাঙ্গাইলে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীপালিত
- আপডেট সময় : ১১:৪২:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫ ১৩ বার পড়া হয়েছে
সোনালী বাংলাদেশ নিউজ ডেস্ক: টাঙ্গাইলে বাংলাদেশ জাতীয়তাবাদীযুবদলের ৪৭ তমপ্রতিষ্ঠাবার্ষিকীপালিতহয়েছে।
সোমবার (২৭অক্টোবর) বেলা ১১টার দিকেআদি টাঙ্গাইল, বেপারীপাড়া,বেবীষ্ট্যান্ড, থানা পাড়া সহ বিভিন্ন এলাকার যুবদলের নেতৃবৃন্দবৃহত্তর থানা পাড়ার রেঞ্জার মাঠ প্রাঙ্গণ থেকে টাঙ্গাইল জেলা ছাত্র দলের সাবেক সাংগঠনিক সম্পাদকএ বং বর্তমান টাঙ্গাইল জেলা যুবদলের মো: মিজানুর রহমান উজ্জলের নেতৃত্বে বের হয়।
এ সময়উপস্থিত ছিলেন-টাঙ্গাইল সদর উপজেলা যুবদলের বিপ্লবী সদস্য সচীব ইকবাল তালুকদার,ঢাকাবিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র-নেতা ও টাঙ্গাইল জেলা যুবদল নেতা খন্দকার মোহাম্মদ আল-আমিন,টাঙ্গাইল জেলা যুবদলের সাবেক সদস্য সাব্বির আহমেদ রতন,এহসানুল করিম রুশো,ফুয়াদ হাসান, বর্তমানটাঙ্গাইল শহরযুবদলেরঅন্যতম নেতা মোহাম্মদ মোস্তফামিয়া,জিয়ামঞ্চেরসাংগঠনিকসম্পাদকসাইফুলইসলামমন্ডল,শহরযুবদল নেতামঞ্জুরুলকরিমজিকো,শাওনসহঅন্যান্য নেতৃবৃন্দ।
















