টাঙ্গাইলে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপন
- আপডেট সময় : ০৮:৩৬:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫ ১৬ বার পড়া হয়েছে
সোনালী বাংলাদেশ নিউজ ডেস্ক : টাঙ্গাইলে যথাযোগ্য মর্যাদায় নানা কর্মসূচির মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে।
আজ মঙ্গলবার সূর্যোদয়ের সাথে সাথে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ৩১ বার তোপধ্বনি ও শহীদ স্মৃতিস্তম্ভে ফুলেল শ্রদ্ধা জানানো হয়।
প্রথমে রাষ্ট্রের পক্ষে জেলা প্রশাসক শরীফা হক শ্রদ্ধাঞ্জলি জানান। এরপর জেলা পুলিশের পক্ষে পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার, জেলা পরিষদের পক্ষে প্রধান নির্বাহী শামসুন্নাহার স্বপ্নাসহ বিভিন্ন সরকারি দপ্তর, এরপর একে একে, টাঙ্গাইল প্রেসক্লাব, বাংলাদেশ সাংবাদিক কল্যান পরিষদের টাঙ্গাইল জেলা শাখা, সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান বিভিন্ন সংগঠন এবং সর্বস্তরের জনতা শহীদ স্মৃতিস্তবে পুস্পস্তবক অর্পণ করেন।
অন্যদিকে টাঙ্গাইল শহীদ স্মৃতি পৌর উদ্যানে স্মৃতিস্তম্ভে একে একে শ্রদ্ধা নিবেন করেন জেলা বিএনপি, টাঙ্গাইল পৌরসভা, টাঙ্গাইল ৯৬ কল্যান ফাউন্ডেশনও এসএসসি ৯৬ টাঙ্গাইল জেলা গ্রæপ, জেলা রেড ক্রিসেন্ট সোসাইটি সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয় এবং শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণে দোয়া করা হয়।
এ দিকে সকাল ৯ টায় শহিদ মারুফ স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন ও স্কুল কলেজের শিক্ষার্থীদের অংশ গ্রহণে শরীর চর্চা প্রদর্শন ও ডিসপ্লে প্রদর্শন করা হয়। এ সময় শিক্ষার্থীদের সালাম গ্রহণ করেন জেলা প্রশাসক শরীফা হক ও পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার।
এ সময় বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, জেলা বিএনপির সাধারন সম্পাদক এড.ফরহাদ ইকবাল, সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু উপস্থিত ছিলেন।
এ ছাডা বিজয় দিবস উপলক্ষে পরে আলোচনা সভা, দোয়া মাহফিল ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

















