ঢাকা ০৬:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

টাঙ্গাইলে বিন্দুবাসিনী ক্রিকেট টুর্নামেন্টে প্রজ্জোলন, ১৪ চ্যাম্পিয়ন সাকিব, মুশকি ও মাশরাফির মতো অনেক ক্রিকেটার তৈরির পেছনে কোকোর অবদান সুলতাল সালাউদ্দিন টুকু

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৩৬:৪৭ অপরাহ্ন, শনিবার, ৩ মে ২০২৫ ১১ বার পড়া হয়েছে
সোনালী বাংলাদেশ নিউজ  ডেস্ক: বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, বিএনপির চেয়ারম্যান সবশেষ এরশাদ বিরোধী আন্দোলনে বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে বক্তব্য দিয়েছিলেন। ১৯৯১ ও ২০০০ সালসহ বিভিন্ন সময়ে খালেদা জিয়া ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শিক্ষা ক্ষেত্রে গুরত্ব দিয়ে কাজ করেছেন। বিএনপি ৩১ দফা জাতির সামনে পেশ করেছে। সেখানে শিক্ষা ও ক্রীড়াকে গুরত্ব দেয়া হয়েছে। বাংলাদেশ বিশ^ দরবারে ক্রিকেটে যে সমাদৃত হয়েছে তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কণিষ্ঠ সন্তান আরাফাত রহমান কোকোর অবদান। ক্রিকেটার সাকিব আল হাসান, মুশকির রহমান ও মাশরাফি বিন মুর্তুজার মতো অনেক ক্রিকেটার তৈরির পেছনে তিনি ভূমিকা রেখেছেন। শুক্রবার বিকেলে বিন্দুবাসিনী ক্রিকেট টুর্নামেন্টের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, ক্রীড়াঙ্গনে টাঙ্গাইলের ঐতিহ্য রয়েছে। টাঙ্গাইলের ছেলেরা ঢাকার বুকে ক্রীড়াঙ্গনে ভূমিকা রেখেছেন। চ্যাম্পিয়ন লীগের অধিকাংশ খেলোয়ার ছিলো টাঙ্গাইলের। বিগত দিনে যারা ক্ষমতায় ছিলো তারা সন্ত্রাসকে লালন করেছে। টাঙ্গাইলের ঐতিহ্যকে নষ্ট করেছে। আগামী দিন্ েআমরা টাঙ্গাইলকে এগিয়ে নিয়ে যাবো। লেখাপড়ার পাশাপাশি খেলাধূলাসহ এক্সট্রা কারিকুলাম মানুষের ব্রেণ শক্তি বৃদ্ধি করে।
বিন্দুবাসিনী ক্রিকেট টুর্নামেন্টে অমর-২০২১ ব্যাচকে ১১১ রানে পরাজিত করে প্রজ্জোলন-২০১৪ ব্যাচ চ্যাম্পিয়ন হয়েছে। শুক্রবার দিনব্যাপী স্থানীয় ঐতিহ্যবাহী বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে বিকেলে টুর্নামেন্টের ফাইনাল ও সকালে বিদ্যালয়ের সাবেক ছাত্রদের সমন্বয়ে লাল ও সাদা দল নামে প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ জাতীয়তবাদী দলের কেন্দ্রীয় প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী ও বিজিতদের মাঝে পুরষ্কার বিতরণ করেন। বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আবদুর রাজ্জাকের  সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল, ওয়ালটন গ্রুপের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর মোহাম্মদ শাহজাদা সেলিম, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান খান শফিক প্রমুখ।
বিকেলে ফাইনাল খেলায় প্রজ্জোলন-১৪ দল ১১১ রানের ব্যবধানে অমর-২১ দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। টুর্নামেন্টে লাম ১০টি উইকেট নিয়ে সেরা বোলার এবং সনেট ১৬০ রান করে সেরা ব্যাটসম্যান হয়।
প্রসঙ্গত, ১ এপ্রিল থেকে ওয়ালটনের সহযোগিতায় বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের এসএসসি ব্যাচ-৯৬ আয়োজনে ২৬টি দল নিয়ে গ্রুপ ভিত্তিক টুর্নামেন্ট চলে।
মো.শামীম আল মামুন
তারিখ ০৩.০৫২৫ ইং

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

টাঙ্গাইলে বিন্দুবাসিনী ক্রিকেট টুর্নামেন্টে প্রজ্জোলন, ১৪ চ্যাম্পিয়ন সাকিব, মুশকি ও মাশরাফির মতো অনেক ক্রিকেটার তৈরির পেছনে কোকোর অবদান সুলতাল সালাউদ্দিন টুকু

আপডেট সময় : ০৫:৩৬:৪৭ অপরাহ্ন, শনিবার, ৩ মে ২০২৫
সোনালী বাংলাদেশ নিউজ  ডেস্ক: বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, বিএনপির চেয়ারম্যান সবশেষ এরশাদ বিরোধী আন্দোলনে বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে বক্তব্য দিয়েছিলেন। ১৯৯১ ও ২০০০ সালসহ বিভিন্ন সময়ে খালেদা জিয়া ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শিক্ষা ক্ষেত্রে গুরত্ব দিয়ে কাজ করেছেন। বিএনপি ৩১ দফা জাতির সামনে পেশ করেছে। সেখানে শিক্ষা ও ক্রীড়াকে গুরত্ব দেয়া হয়েছে। বাংলাদেশ বিশ^ দরবারে ক্রিকেটে যে সমাদৃত হয়েছে তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কণিষ্ঠ সন্তান আরাফাত রহমান কোকোর অবদান। ক্রিকেটার সাকিব আল হাসান, মুশকির রহমান ও মাশরাফি বিন মুর্তুজার মতো অনেক ক্রিকেটার তৈরির পেছনে তিনি ভূমিকা রেখেছেন। শুক্রবার বিকেলে বিন্দুবাসিনী ক্রিকেট টুর্নামেন্টের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, ক্রীড়াঙ্গনে টাঙ্গাইলের ঐতিহ্য রয়েছে। টাঙ্গাইলের ছেলেরা ঢাকার বুকে ক্রীড়াঙ্গনে ভূমিকা রেখেছেন। চ্যাম্পিয়ন লীগের অধিকাংশ খেলোয়ার ছিলো টাঙ্গাইলের। বিগত দিনে যারা ক্ষমতায় ছিলো তারা সন্ত্রাসকে লালন করেছে। টাঙ্গাইলের ঐতিহ্যকে নষ্ট করেছে। আগামী দিন্ েআমরা টাঙ্গাইলকে এগিয়ে নিয়ে যাবো। লেখাপড়ার পাশাপাশি খেলাধূলাসহ এক্সট্রা কারিকুলাম মানুষের ব্রেণ শক্তি বৃদ্ধি করে।
বিন্দুবাসিনী ক্রিকেট টুর্নামেন্টে অমর-২০২১ ব্যাচকে ১১১ রানে পরাজিত করে প্রজ্জোলন-২০১৪ ব্যাচ চ্যাম্পিয়ন হয়েছে। শুক্রবার দিনব্যাপী স্থানীয় ঐতিহ্যবাহী বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে বিকেলে টুর্নামেন্টের ফাইনাল ও সকালে বিদ্যালয়ের সাবেক ছাত্রদের সমন্বয়ে লাল ও সাদা দল নামে প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ জাতীয়তবাদী দলের কেন্দ্রীয় প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী ও বিজিতদের মাঝে পুরষ্কার বিতরণ করেন। বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আবদুর রাজ্জাকের  সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল, ওয়ালটন গ্রুপের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর মোহাম্মদ শাহজাদা সেলিম, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান খান শফিক প্রমুখ।
বিকেলে ফাইনাল খেলায় প্রজ্জোলন-১৪ দল ১১১ রানের ব্যবধানে অমর-২১ দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। টুর্নামেন্টে লাম ১০টি উইকেট নিয়ে সেরা বোলার এবং সনেট ১৬০ রান করে সেরা ব্যাটসম্যান হয়।
প্রসঙ্গত, ১ এপ্রিল থেকে ওয়ালটনের সহযোগিতায় বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের এসএসসি ব্যাচ-৯৬ আয়োজনে ২৬টি দল নিয়ে গ্রুপ ভিত্তিক টুর্নামেন্ট চলে।
মো.শামীম আল মামুন
তারিখ ০৩.০৫২৫ ইং