ঢাকা ০৯:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ২ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

টাঙ্গাইলে বিজয় দিবসে বীর মুক্তিযোদ্ধা পুলিশ সদস্যদের সংবর্ধনা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:০৭:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫ ৭ বার পড়া হয়েছে

সোনালী বাংলাদেশ নিউজ ডেস্ক: মহান বিজয় দিবস উপলক্ষে টাঙ্গাইল জেলা পুলিশ এর আয়োজেনে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) টাঙ্গাইল পুলিশ লাইন্স মাল্টিপারপাস শেডে

আয়োজিত অনুষ্ঠানে জেলার সকল  বীর মুক্তিযোদ্ধা পুলিশ সদস্যদের সংবর্ধনা দেওয়া  হয়। অনুষ্ঠানে টাঙ্গাইল জেলার সকল বীর মুক্তিযোদ্ধা পুলিশ সদস্যদের এবং তাদের পরিবারের সদস্যদের মাঝে উপহার সামগ্রী প্রদান করেন পুলিশ সুপার  মুহম্মদ শামসুল আলম সরকার।

অনুষ্ঠানে মুক্তিযুদ্ধে অনন্য ভুমিকার জন্য সকল শহীদ মুক্তিযোদ্ধার প্রতি সম্মান প্রদর্শন করে স্বাধীনতা যুদ্ধে পুলিশ মুক্তিযোদ্ধাদের ভূমিকা তুলে ধরা হয়। এ সময় পুলিশ সুপার বলেন, মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশ পুলিশ সদস্যদের ভূমিকা ছিল অত্যন্ত গৌরবের। প্রতিরোধ যুদ্ধের প্রথমেই তারা তাদের ছোট্ট অস্ত্র দিয়ে বড় অস্ত্রে সুসজ্জিত পাকিস্থানী সেনাদের মুখোমুখি হয়েছিল সাহসিকতার সঙ্গে। ভয়ে পালিয়ে না গিয়ে শত্রুর সঙ্গে যুদ্ধ করেছিলেন। মুক্তিযুদ্ধ থেকে শুরু করে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষায় পুলিশ বাহিনী সব সময়ে গৌরবোজ্জ্বল ভূমিকা পালন করে আসছে।

তিনি আরোও বলেন, এ প্রজন্মের পুলিশ সদস্যদের মুক্তিযুদ্ধের সত্যিকার ইতিহাস জানতে হবে। তা না হলে তারা বিভ্রান্তিতে পড়তে পারে। তাদের মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করতে আহ্বান করেন পুলিশ সুপার মহোদয়।

অনুষ্ঠানে টাঙ্গাইল জেলা পুলিশের উধ্বর্তন কর্মকর্তাগণ ও অন্যান্য অফিসারগণ, বীর মুক্তিযোদ্ধা পুলিশ সদস্যগণ এবং বীর মুক্তিযোদ্ধা পুলিশ পরিবারের স্বজনবৃন্দ ও অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

 

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

টাঙ্গাইলে বিজয় দিবসে বীর মুক্তিযোদ্ধা পুলিশ সদস্যদের সংবর্ধনা

আপডেট সময় : ০৯:০৭:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫

সোনালী বাংলাদেশ নিউজ ডেস্ক: মহান বিজয় দিবস উপলক্ষে টাঙ্গাইল জেলা পুলিশ এর আয়োজেনে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) টাঙ্গাইল পুলিশ লাইন্স মাল্টিপারপাস শেডে

আয়োজিত অনুষ্ঠানে জেলার সকল  বীর মুক্তিযোদ্ধা পুলিশ সদস্যদের সংবর্ধনা দেওয়া  হয়। অনুষ্ঠানে টাঙ্গাইল জেলার সকল বীর মুক্তিযোদ্ধা পুলিশ সদস্যদের এবং তাদের পরিবারের সদস্যদের মাঝে উপহার সামগ্রী প্রদান করেন পুলিশ সুপার  মুহম্মদ শামসুল আলম সরকার।

অনুষ্ঠানে মুক্তিযুদ্ধে অনন্য ভুমিকার জন্য সকল শহীদ মুক্তিযোদ্ধার প্রতি সম্মান প্রদর্শন করে স্বাধীনতা যুদ্ধে পুলিশ মুক্তিযোদ্ধাদের ভূমিকা তুলে ধরা হয়। এ সময় পুলিশ সুপার বলেন, মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশ পুলিশ সদস্যদের ভূমিকা ছিল অত্যন্ত গৌরবের। প্রতিরোধ যুদ্ধের প্রথমেই তারা তাদের ছোট্ট অস্ত্র দিয়ে বড় অস্ত্রে সুসজ্জিত পাকিস্থানী সেনাদের মুখোমুখি হয়েছিল সাহসিকতার সঙ্গে। ভয়ে পালিয়ে না গিয়ে শত্রুর সঙ্গে যুদ্ধ করেছিলেন। মুক্তিযুদ্ধ থেকে শুরু করে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষায় পুলিশ বাহিনী সব সময়ে গৌরবোজ্জ্বল ভূমিকা পালন করে আসছে।

তিনি আরোও বলেন, এ প্রজন্মের পুলিশ সদস্যদের মুক্তিযুদ্ধের সত্যিকার ইতিহাস জানতে হবে। তা না হলে তারা বিভ্রান্তিতে পড়তে পারে। তাদের মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করতে আহ্বান করেন পুলিশ সুপার মহোদয়।

অনুষ্ঠানে টাঙ্গাইল জেলা পুলিশের উধ্বর্তন কর্মকর্তাগণ ও অন্যান্য অফিসারগণ, বীর মুক্তিযোদ্ধা পুলিশ সদস্যগণ এবং বীর মুক্তিযোদ্ধা পুলিশ পরিবারের স্বজনবৃন্দ ও অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।