টাঙ্গাইলে বিএনপি নেতার স্ত্রীকে হত্যার বিচারের দাবীতে প্রতিবাদ সভা

প্রতিনিধির নাম
- আপডেট সময় : ১১:৩৬:০৩ অপরাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫ ৭০ বার পড়া হয়েছে
সোনালী বাংলাদেশ নিউজ ডেস্ক:টাঙ্গাইল সদর উপজেলার এসএম আনিছুর রহমান ওরফে উত্তম নামে বিএনপির এক নেতার স্ত্রীকে হত্যার বিচারের দাবীতে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) জুম্মার নামাজের শেষে মগড়া ইউনিয়নের কুইজবাড়িতে নারী-পুরুষসহ সর্বস্তরের জনসাধারণের অংশগ্রহণে একটি বিশাল মিছিল অনুষ্ঠিত হয়। মিছিল শেষে কুইজবাড়িতে সবাই মিলিত হয়ে প্রতিবাদ সভার আয়োজন করে।
এ সময় উপস্থিত ছিলেন মগড়া ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক তোফাজ্জল হোসেন সোহাগ,সাবেক সভাপতি অ্যাড.জহিরুল ইসলাম, সহ-সভাপতি হারুন উর রশিদ, সিনিয়র যুগ্ম সম্পাদক নুর মহম্মদ নূর, শহর বিএনপির আইন বিষয়ক সম্পাদক অ্যাড.শাহ আলম,অ্যাড.নাসিরউদ্দিন নিশান, সাংগঠনিক সম্পাদক অ্যাড.আব্দুর রহিম প্রমুখ। এতে উপস্হিত সবাই দ্রুত আনিছুর রহমানের স্ত্রী লিলি আক্তারের সুষ্ঠু বিচারের দাবী জানান। এ সময় তারা হত্যার বিচারের দাবীতে বিভিন্ন স্লোগান দিতে থাকেন।
উল্লেখ্য গত মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রাতে সদর উপজেলার মগড়া ইউনিয়নের কুইজবাড়ি বাজারে ৪ থেকে ৫ জন মুখোশধারী ব্যক্তি লিওন বেকারির মালিক বিএনপি নেতা আনিছুরের খোঁজে তার বেকারি কারখানায় প্রবেশ করে। এসময় তারা আনিছুরকে না পেয়ে তার স্ত্রী লিলি আক্তারকে কুপিয়ে গুরুতর জখম করে। পরে স্থানীয় লোকজন আহত লিলি আক্তারকে উদ্ধার করে টাঙ্গাইল সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের স্বামী আনিছুর রহমান জানান, হামলাকারীদের চিনতে পারেননি এবং তাদের পরিচয় সম্পর্কে কিছুই নিশ্চিত নন।