ঢাকা ০৮:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ এপ্রিল ২০২৫, ১৮ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

টাঙ্গাইলে বাস চাপায় স্বামী-স্ত্রী নিহত,ছেলে আহত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৫৯:৩২ অপরাহ্ন, শনিবার, ২৯ মার্চ ২০২৫ ১০ বার পড়া হয়েছে
সোনালী বাংলাদেশ নিউজ ডেস্ক: ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিহাতী উপজেলায়  মহাসড়ক পারাপার হতে অজ্ঞাত পরিবহনের ধাক্কায় স্বামী ও ও স্ত্রীর মৃত্যু হয়েছে।  এ দুর্ঘটনায় আহত হয়েছে তাদের এক শিশু সন্তান।
শনিবার রাত সাড়ে ৮টার দিকে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের কালিহাতী উপজেলার পৌলী এলাকায় এ দৃঘটনা ঘটে।
নিহতরা হলেন- কালিহাতী উপজেলার দক্ষিণ পৌলী গ্রামের মৃত নোয়া দাসের ছেলে রঞ্জিত দাস (৫০) ও তার স্ত্রী বন্দনা দাস (৪০)। এছাড়াও ওই দম্পত্তির আহত ছেলে দিবস দাস (৮)।
পুলিশ ও স্থানীয়রা জানায়, শনিবার রাতে রঞ্জিত স্ত্রী ও সন্তান নিয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পৌলী এলাকায় উত্তরগামী লেন থেকে ঢাকাগামী লেন পাড় হওয়ার সময় অজ্ঞাত বাস চাপা দেয়।
এতে ঘটনাস্থলেই তার স্ত্রীর মৃত্যু হয়। অপরদিকে  আহত হয় রঞ্জিতসহ তার ছেলে। এরপরে হাসপাতালে রঞ্জিত দাসের মৃত্যু হয়।
এ ব্যাপারে এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শরীফ বলেন, খবর পেয়ে মহাসড়কের পৌলী এলাকা থেকে একজনের মরদেহ উদ্ধার করা হয়।
এদিকে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রঞ্জিতের মৃত্যু হয়। তার ছেলে হাসপাতালে ভর্তি রয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

টাঙ্গাইলে বাস চাপায় স্বামী-স্ত্রী নিহত,ছেলে আহত

আপডেট সময় : ১১:৫৯:৩২ অপরাহ্ন, শনিবার, ২৯ মার্চ ২০২৫
সোনালী বাংলাদেশ নিউজ ডেস্ক: ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিহাতী উপজেলায়  মহাসড়ক পারাপার হতে অজ্ঞাত পরিবহনের ধাক্কায় স্বামী ও ও স্ত্রীর মৃত্যু হয়েছে।  এ দুর্ঘটনায় আহত হয়েছে তাদের এক শিশু সন্তান।
শনিবার রাত সাড়ে ৮টার দিকে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের কালিহাতী উপজেলার পৌলী এলাকায় এ দৃঘটনা ঘটে।
নিহতরা হলেন- কালিহাতী উপজেলার দক্ষিণ পৌলী গ্রামের মৃত নোয়া দাসের ছেলে রঞ্জিত দাস (৫০) ও তার স্ত্রী বন্দনা দাস (৪০)। এছাড়াও ওই দম্পত্তির আহত ছেলে দিবস দাস (৮)।
পুলিশ ও স্থানীয়রা জানায়, শনিবার রাতে রঞ্জিত স্ত্রী ও সন্তান নিয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পৌলী এলাকায় উত্তরগামী লেন থেকে ঢাকাগামী লেন পাড় হওয়ার সময় অজ্ঞাত বাস চাপা দেয়।
এতে ঘটনাস্থলেই তার স্ত্রীর মৃত্যু হয়। অপরদিকে  আহত হয় রঞ্জিতসহ তার ছেলে। এরপরে হাসপাতালে রঞ্জিত দাসের মৃত্যু হয়।
এ ব্যাপারে এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শরীফ বলেন, খবর পেয়ে মহাসড়কের পৌলী এলাকা থেকে একজনের মরদেহ উদ্ধার করা হয়।
এদিকে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রঞ্জিতের মৃত্যু হয়। তার ছেলে হাসপাতালে ভর্তি রয়েছে।