টাঙ্গাইলে ৩১ দফা বাস্তবায়ন ও জনসম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে গণমিছিল ও লিফলেট বিতরণ
- আপডেট সময় : ০৫:৫৬:১৭ অপরাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫ ২৯ বার পড়া হয়েছে
সোনালী বাংলাদেশ নিউজ ডেস্ক : বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন ও জনসম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে টাঙ্গাইল-০৫ আসলে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী খন্দকার আহমেদুল হক সাতিলের পক্ষে গণমিছিল ও লিফলেট বিতরণ করা হয়েছে।
রোববার (২৬ অক্টোবর) দুপুরে টাঙ্গাইল শহরের প্রাইমারি টিচার্স ট্রেনিং ইন্সটিটিউটের মাঠ থেকে একটি বিশাল মিছিল বের হয়। মিছিলটি শহরের বিভিন্নস্থানে প্রদক্ষিণ শেষে ডিস্টিক গেইট এলাকায় গিয়ে শেষ হয়।
এ সময় সাবেক জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক খন্দকার আনিসুর রহমান, শহর বিএনপি’র সাবেক সহসভাপতি শামছুজ্জামান রন্টু, জেলা যুবদলের সাবেক নেতা কামরুজ্জামান, জেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক বাবুল সরকার, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান সাজু, যুবদল নেতা হাবিবুর রহমান হাবুসহ বিএনপি’র অন্যন্য নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
মিছিল ও লিফলেট বিতরণ কালে আহমেদুল হক সাতিল জানান, তারেক রহমানের ৩১ দফা হলো সংবিধান সংস্কারের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়া পুনঃপ্রতিষ্ঠার রূপরেখা। এটি রাষ্ট্র মেরামতের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ, যা ইতোমধ্যে জনগণের মধ্যে আশার সঞ্চার করেছে। তিনি আরো বলেন, ৩১ দফা সাধারণ মানুষকে পৌঁছে দিতে আমরা কাজ করছি। এ বারের নির্বাচনটি হবে ঐতিহাসিক। বাংলাদেশের মানুষের মধ্যে পরিবর্তনের আকাঙ্খা লক্ষ্য করছি। সে পরিবর্তন হল রাজনৈতিক পরিবর্তন। আমি নিজেকে নতুন করে নেতৃত্বের রাস্তায় তৈরি করার জন্য সার্বক্ষণিকভাবে কাজ করছি।











