টাঙ্গাইলে এসএসসি ৯৬ টাঙ্গাইল জেলা গ্রুপের আয়োজনে শীতবস্ত্র বিতরন, পিঠা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান
- আপডেট সময় : ০৯:০৯:১৩ অপরাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫ ২৮ বার পড়া হয়েছে
সোনালী বাংলাদেশ নিউজ ডেস্ক: টাঙ্গাইলে এসএসসি ৯৬ টাঙ্গাইল জেলা গ্রুপের আয়োজনে শীতবস্ত্র বিতরন পিঠা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়েছে।
শুক্রবার ২৬(ডিসেম্বর) সারাদিন ব্যাপি টাঙ্গাইল শহরের রেজিষ্ট্র পাড়া সিলমি কমিউনিটি সেন্টারে এ অনুষ্ঠানে আয়োজন করা হয় ৷
কনকনে শীতকে অপেক্ষা করে টাঙ্গাইল জেলা সহ সারা বাংলাদেশ থেকে পরিবার সহ ২শত ৫০জন বন্ধু/ বান্ধবী উপস্থিত হয়ে অনুষ্ঠান সফল করে তোলেন ৷ অনুষ্ঠানে আয়োজনে ছিল সকাল ১০টায় কোরআন তেলওয়াত ও গীতা পাঠা৷ জাতীয় সংগীত,যে সকল বন্ধুরা পৃথিবী থেকে চির বিদায় নিয়েছে তাদের বিদেহী আত্বার মাগফেরাত কামনা করে দোয়া ও ১মিনিট নীরবতা পালন করা হয় , সকল বন্ধুদের ফুলেল শুভেচ্ছা । এসএসসি ৯৬ টাঙ্গাইল জেলা গ্রুপের বন্ধুদের এডমিনদের পরিচয় ও গ্রুপ ক্রিয়েটরের বক্তব্য ৷ অনুষ্ঠান বিকেলে ছিল টাঙ্গাইল ৯৬ কল্যান ফাউন্ডেশনের সদস্যদের পরিচিত, মনোজ্ঞ সাংস্কতিক অনুষ্ঠান ও পিঠা উৎসব ।দুপুর ১২.৩০মিনিট থেকে ২টা পর্যন্ত নামাযের বিরতি দুপুর ২টায় দুপুরের খাবার ৩টা থেকে ৫টা পর্যন্ত সাংস্কৃতিক অনুষ্ঠান,বিকেল ৫টায় পিঠা উৎসব।
এ বিষয়ে টাঙ্গাইল ৯৬ কল্যান ফাউন্ডশনের প্রতিষ্ঠাতা সভাপতি ,এসএসসি ৯৬ টাঙ্গাইল জেলাগ্রুপের গ্রুপ ক্রিয়েটর ও দুরন্ত ৯৬ টাঙ্গাইল জেলা সমন্বয়ক মো.শামীমাআল মামুন বলেন, এসএসসি ৯৬ টাঙ্গাইল জেলা গ্রুপের আয়োজনে পিঠা উৎসবে আজকে বন্ধুদের উপস্থিতে বলে দেয় আমাদের ৯৬ বন্ধুত্ব ভালবাসা কতো শিখর থেকে শিখরে। কনকনে শীতকে অপেক্ষা করে আমরা টাঙ্গাইল জেলা সহ সারা বাংলাদেশের ২শত৫০ জন বন্ধু একসাথে হয়ে। আমরা আমাদের এ বন্ধুদের বন্ধন অটুট ধরে রাখবো একে অপরের পাশে থাকবো। বন্ধুদের মধ্যে কোন হিংসা ,রাগ আত্বঅহংকার থাকতে নাই । আমাদের ৯৬ বন্ধুদের বন্ধুত্ব বন্ধন অটুট রাখতে আগামীতে এমন অনুষ্ঠানের আয়োজন অব্যাহত থাকবে। গরীব,অসহায় ও দুস্থদের মাঝে আমরা কম্বল বিতরন করা হয়েছে। এসএসসি ৯৬ টাঙ্গাইল গ্রুপের আয়োজনে দুরন্ত ৯৬ উদ্যোগে এটি অব্যাহত থাকবে। ইনশাআল্লাহ । টাঙ্গাইল ৯৬ কল্যান ফাউন্ডশনের ৫৬ জন সদস্য আছে এ সংগঠনের মাধ্যমে প্রজন্ম ৯৬ এর জন্য আমরা কিছু করে যেতে চাই এটিই উদ্দেশ্য ।
কনকনে শীত যখন অসহায় ও দরিদ্র মানুষের জীবনকে চরম দুর্ভোগে ঠেলে দিয়েছে, ঠিক তখনই মানবতার উষ্ণ হাত বাড়িয়ে দিয়েছে টাঙ্গাইল জেলায় শীতার্ত মানুষের পাশে দাড়িয়েছে মানবিক সংগঠন তরুণ্যের চেতনায় দুরন্ত ৯৬। সংগঠনটির উদ্যোগে টাঙ্গাইল জেলায় অসহায়, দরিদ্র ও বয়স্ক শীতার্ত মানুষদের মাঝে শাল বিতরণ করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন দুরন্ত ৯৬-এর প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক আল সাজিদুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য মোঃ জিয়াউর রহমান,টাঙ্গাইল জেলা সমন্বনয়ক মোঃ শামীম আল মামুন,ময়মনসিং বিভাগীয় মহিলা ও শিশু বিষয়ক উপ-পরিষদের প্রধান সমন্বয়ক সাজেদা খান,বাড্ডা থানা সমন্বয়ক সুশান্ত বেপারী,পাবনা জেলার বেড়া থানা সমšয়ক মোঃ জাহাঙ্গীর আলম,লক্ষ্মীপুর জেলার রামগতি থানা সমন্বয়ক সুলতান মাহমুদ,ঢাকা জেলার সূত্রাপুর থানা সমন্বয়ক মোঃ জাকারিয়া জাকির,ময়মনসিংহ সদর উপজেলা সমন্বয়ক এ কে এম কামরুজ্জামান রুবেল,টাঙ্গাইল জেলার ভূঞাপুরের সমন্বয়ক আব্দুল লতিফ তালুকদার,মধুপুরের সমন্বয়ক মোঃ হাবিবুর রহমান মাদারীপুর সদরের সমন্বনক মিল্টন
কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক আল সাজিদুল ইসলাম বলেন, মানবতাবোধ জাগ্রত হোক বিবেকের তাড়নায় এই দর্শন নিয়েই দুরন্ত ৯৬-এর জন্ম। আজকের এই প্রচুর শীতে অসহায় মানুষের পাশে দাঁড়নো কোনো দয়া নয়, এটি আমাদের নৈতিক দায়িত্ব¡। তারুণ্যর চেতনায় উদ্বুদ্ধ দুরন্ত ৯৬ সেই দায়িত্ববোধ থেকেই আজ টাঙ্গাইলের শীতার্ত মানুষদের পাশে দাঁড়িয়েছে। মানবতার এই যাত্রায় দুরন্ত ৯৬ সবার সহযোগিতা কামনা করছে।
এসএসসি ৯৬ টাঙ্গাইল জেলা গ্রæপের পিঠা উৎসব ও সাংস্কতিক অনুষ্ঠানের আহবায়ক ছিলেন এসএসসি ৯৬ টাঙ্গাইল জেলা গ্রæপের এডমিন মানিক ভৌমিক সদস্য সচিব শামীম খান ,কোষাধক্ষ্য রাজু খন্দকার ,রেজিষ্ট্রশন বুথের দায়িত্ব প্রাপ্ত বন্ধুরা আয়োজক কমিটি সহ অনুষ্ঠানটির সার্বিক সহযোগিতায এসএসসি ৯৬ টাঙ্গাইল জেলা গ্রæপ।
অনুষ্ঠান সঞ্চলনায় ছিলেন এসএসসি ৯৬ টাঙ্গাইল জেলা গ্রপের গ্রæুপ ক্রিয়েটর মো. শামীম আল মামুন ও এডমিন মো.মোস্তফা মিয়া ।



















