টাঙ্গাইলের সড়কে প্রাণ গেলো দুই জনের

- আপডেট সময় : ০১:১৭:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ১৫ মার্চ ২০২৫ ১৭ বার পড়া হয়েছে
সোনালী বাংলাদেশ নিউজ ডেস্ক: টাঙ্গাইলের কালিহাতীতে পৃথক স্থানে সড়ক দুর্ঘটনায় দুই জন নিহত হয়েছেন। শুক্রবার (১৪ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার গোহালিয়াবাড়ি ইউনিয়নের কুশাবেনু এলাকার অবৈধ বালুর ঘাট এবং বিকাল ৩টার দিকে উপজেলার কস্তুরিপাড়া সিংনা আঞ্চলিক সড়কে এ ঘটনা ঘটে।নিহতদের একজন টাঙ্গাইল সদর উপজেলার হুগড়া ইউনিয়নের বেগুনটাল এলাকার মৃত আলী মিয়ার ছেলে আলমগীর হোসেন। তিনি টাঙ্গাইল সদর উপজেলার হুগড়া ইউনিয়নের বেগুনটাল এলাকার মৃত আলী মিয়ার ছেলে। তিনি ট্রাকের হেলপার ছিলেন। অপরজনের নাম লিটন (১৪)। সে উপজেলার কুটুরিয়া গ্রামের সাত্তার মিয়ার ছেলে।জানা গেছে, সন্ধ্যায় উপজেলার গোহালিয়াবাড়ি ইউনিয়নের কুশাবেনু এলাকার অবৈধ বালুর ঘাটে পাঁচটি ট্রাক দাঁড়িয়ে ছিল। এ সময় একটি ট্র্রাক লাইট বন্ধ করে সামনের দিকে যাওয়ার সময় দাঁড়িয়ে থাকা ট্রাকটির হেলপার আলমগীর চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। এই ঘটনার পর বালু ব্যবসায়ীরা ও ট্রাকচালক পালিয়ে যায়।কালিহাতী থানার ওসি আবুল কালাম ভূঁইয়া জানান, বালুর ঘাটে ট্রাকচাকায় পিষ্ট হয়ে একজন নিহত হয়েছেন এমন খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
এদিকে, বিকালে উপজেলার কস্তুরিপাড়া সিংনা আঞ্চলিক সড়কে বালুভর্তি চলন্ত একটি ট্রাকের ওপর থেকে পড়ে যায় শ্রমিক লিটন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
কালিহাতী থানার উপ-পরিদর্শক (এসআই) ইমাম জানান, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।