ঢাকা ০৯:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫, ১৫ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

টাঙ্গাইলের ভূঞাপুরে ইভটিজিংয়ের দায়ে জেল-হাজতে যুবক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:০৩:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ জুন ২০১৮ ৪৮ বার পড়া হয়েছে

টাঙ্গাইলের ভূঞাপুরে অষ্টম শ্রেণির এক স্কুলছাত্রীকে ইভটিজিংয়ের অভিযোগে মো. ফারুক (২৫) নামে এক বখাটে যুবককে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার ঝোটন চন্দ্র এ দণ্ডাদেশ দেন। দণ্ডপ্রাপ্ত মো. ফারুক উপজেলার অলোয়া ইউনিয়নের ভারই গ্রামের কাশেমের ছেলে।

এলাকাবাসী এবং পুলিশ সূত্রে জানা যায়, অষ্টম শ্রেণির এক ছাত্রী সকালে প্রাইভেট পড়ার উদ্দেশ্যে রওনা হলে রাস্তায় ওই যুবক তাকে জাপটে ধরে। তার ডাক-চিৎকারে আশপাশের লোকজন এসে মেয়েটিকে উদ্ধার করে বখাটে যুবককে পুলিশে সোপর্দ করে। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ঝোটন চন্দ্র বলেন, স্কুলছাত্রীকে ইভটিজিং করার অভিযোগে ওই যুবকের ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

টাঙ্গাইলের ভূঞাপুরে ইভটিজিংয়ের দায়ে জেল-হাজতে যুবক

আপডেট সময় : ০৮:০৩:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ জুন ২০১৮

টাঙ্গাইলের ভূঞাপুরে অষ্টম শ্রেণির এক স্কুলছাত্রীকে ইভটিজিংয়ের অভিযোগে মো. ফারুক (২৫) নামে এক বখাটে যুবককে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার ঝোটন চন্দ্র এ দণ্ডাদেশ দেন। দণ্ডপ্রাপ্ত মো. ফারুক উপজেলার অলোয়া ইউনিয়নের ভারই গ্রামের কাশেমের ছেলে।

এলাকাবাসী এবং পুলিশ সূত্রে জানা যায়, অষ্টম শ্রেণির এক ছাত্রী সকালে প্রাইভেট পড়ার উদ্দেশ্যে রওনা হলে রাস্তায় ওই যুবক তাকে জাপটে ধরে। তার ডাক-চিৎকারে আশপাশের লোকজন এসে মেয়েটিকে উদ্ধার করে বখাটে যুবককে পুলিশে সোপর্দ করে। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ঝোটন চন্দ্র বলেন, স্কুলছাত্রীকে ইভটিজিং করার অভিযোগে ওই যুবকের ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।