টাঙ্গাইলেঘন কুয়াশায় দুইবাসেরমুখোমুখিসংঘর্ষ, আহত ২২
- আপডেট সময় : ১০:০১:১৫ অপরাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫ ১৯ বার পড়া হয়েছে
সোনালী বাংলাদেশ নিউজ ডেস্ক: ঘনকুয়াশায় টাঙ্গাইলের ঘাটাইলে দুইবাসেরমুখোমুখিসংঘর্ষে ২২ জনআহতহয়েছেন। শনিবার (২৭ ডিসেম্বর) সকালেউপজেলার গুনগ্রামএলাকায় এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়েফায়ারসার্ভিস ও পুলিশসদস্যরাঘটনাস্থলে পৌঁছেআহতদের উদ্ধারকরেন।
পুলিশজানায়, কুয়াশারমধ্যে ময়মনসিংহ থেকে ছেড়েআসাপ্রান্তিকপরিবহনেরএকটিবাস টাঙ্গাইলের দিকেযাচ্ছিল। এসময়বিপরীতদিক থেকে আসাবিনিময়পরিবহনেরএকটিবাসউপজেলার গুনগ্রামএলাকায় পৌঁছালেপ্রান্তিকপরিবহনেরবাসের সঙ্গে মুখোমুখিসংঘর্ষ হয়। এসময় দুইবাসেরসামনের অংশ দুমড়েমুচড়েযায়। এসময়কমপক্ষে ২২ জনআহতহয়েছেন।
এ ব্যাপারেঘাটাইল থানারভারপ্রাপ্তকর্মকর্তা (ওসি) মোকছেদুররহমানবলেন, খবর পেয়েফায়ারসার্ভিস ও পুলিশসদস্যরাআহতদের উদ্ধারকরে। আহত ২২ জনেরমধ্যে ১০ জনকেপ্রাথমিকচিকিৎসাদিয়ে ছেড়ে দেওয়াহয়েছে। গুরুতরআহত ১২ জনকেউন্নতচিকিৎসারজন্য বিভিন্নহাসপাতালেপাঠানোহয়েছে। দুর্ঘটনাকবলিতবাস দুটিউদ্ধারকরে থানায়রাখাহয়েছে।



















