ছেলেকে ২০ বছর যাবত খাঁচায় আটকে রেখেছেন বাবা
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ১১:৫৯:২০ পূর্বাহ্ন, সোমবার, ৯ এপ্রিল ২০১৮ ১১৪ বার পড়া হয়েছে
দৈর্ঘ্যে এক মিটার, প্রস্থে ২ মিটারেরও কম, ছোট্ট একটি কাঠের খাঁচা। এমন একটি খাঁচায় ২০টি বছর ধরে নিজের ছেলেকে আটকে রাখার অভিযোগে জাপানে সম্প্রতি গ্রেপ্তার করা হয়েছে এক বাবাকে।
৭৩ বছর বয়সী ওই বাবা ইয়োশিতানে ইয়ামাসাকি দাবি করেন, তাঁর ছেলে মানসিকভাবে অসুস্থ। মাঝেমধ্যেই হিংস্র আচরণ করে। আর সে কারণেই তাঁকে আটকে রেখেছেন খাঁচায়। বর্তমানে অবসর ভাতায় জীবন যাপন করেন ইয়োশিতানে ইয়ামাসাকি।
সূএ:রয়টার্স


















