খালেদা জিয়া’র মৃত্যুতে টাঙ্গাইলে শহীদ জিয়া স্মৃতি সংসদের দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৮:২০:৫২ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬ ১১ বার পড়া হয়েছে
সোনালী বাংলাদেশ নিউজ ডেস্ক: বেগম খালেদা জিয়া’র মৃত্যুতে শহীদ জিয়া স্মৃতি সংসদ টাঙ্গাইল জেলা শাখার দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত।
রবিবার (১৮ জানুয়ারি) দুপুরে টাঙ্গাইল শহীদ মিনারে এ দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শহীদ জিয়া স্মৃতি সংসদ টাঙ্গাইল জেলা শাখার সভাপতি আমিনুর রহমান জনির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হৃদয় সরকার অপু সঞ্চালনায় দোয়া মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন- বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক ও টাঙ্গাইল-৫ (সদর) আসনের বিএনপি মনোনীত এমপি পদ প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকু।
এ সময় আরো উপস্থিত ছিলেন- শহীদ জিয়া স্মৃতি সংসদ কেন্দ্রীয় কমিটির সভাপতি রেজাউল কবির দিপু, টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলী, শহীদ জিয়া স্মৃতি সংসদের সিনিয়র যুগ্ম-সম্পাদক রফিকুল ইসলাম স্বপন, সাংগঠনিক সম্পাদক সোহেল মিয়া, টাঙ্গাইল জেলা যুবদল, ছাত্রদলসহ শহীদ জিয়া স্মৃতি সংসদের অন্যান্য নেতা-কর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।









