কালিহাতীতে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ১১:৪৬:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫ ২৯ বার পড়া হয়েছে
filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: null; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 2;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 41;
সোনালী বাংলাদেশ নিউজ ডেস্ক:টাঙ্গাইলের কালিহাতীতে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকালে কালিহাতী আর এস সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত আলোচনা সভায় উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম রফিকের সভাপতিত্বে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য লুৎফুর রহমান মতিন, কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা দলের সহ-সভাপতি আব্দুল হালিম মিয়া, ড্যাব নেতা ডাক্তার শাহ আলম তালুকদার, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শুকুর মাহমুদ, কৃষি বিশ্ববিদ্যালয় সাবেক ছাত্রদলের সভাপতি এসএম এ খালিদ, বিএনপি নেতা একেএম আব্দুল আউয়াল প্রমুখ।















