আজ মাঠে নামছে বাংলাদেশ-শ্রীলঙ্কা।
- আপডেট সময় : ০৬:৩৪:৫৮ অপরাহ্ন, রবিবার, ৩ মার্চ ২০২৪ ১০১ বার পড়া হয়েছে
বিপিএলের রেশ কাটতে না কাটতে ই বাংলাদেশ জাতীয় দল শ্রীলংকার বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে আজ সন্ধ্যা ছয়টায়। এই দুই দলের লড়াই বেশ জমজমাট হয়ে বলে আশা করা যাচ্ছে। টি-টোয়েন্টিতে দুই দলেই বেশ কিছুদিন খেলার মধ্যে রয়েছে।
বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেন, বিপিএলের পর পরই এই সূচি হওয়াতে আমাদের জন্য বেশ ভালো একটি সুযোগ রয়েছে। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের শুরুর ম্যাচটি আর সন্ধ্যা ছয়টায় সিলেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। বাকি দুটি ম্যাচ একই মাঠে অনুষ্ঠিত হবে।
জাতীয় দলের খেলোয়াড়দের মধ্যে বেশ কয়েকজন বিপিএলে ভালো পারফর্ম করেছেন। তাওহীদ হৃদয়, নাঈম শেখ, লিটন দাস বেশ ভালো ছন্দে আছেন। বোলিং ডিপার্টমেন্টে শরিফুল ইসলাম ছিলেন দুর্দান্ত। তাসকিন এবং মুস্তাফিজ বেশ ভালই করেছেন বিপিএলে। তবে বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ছিলেন খুবই নিষ্প্রভ।
অপরদিকে শ্রীলংকা দল আফগানিস্তানকে টি-টোয়েন্টিতে হারিয়ে বেশ ফুরফুরে মেজাজে রয়েছে।
এই পর্যন্ত এই দুটি দল মোট ১৩ বার মুখোমুখি হয়েছে। তার মধ্যে বাংলাদেশ জিতেছে মাত্র চার বার। তবে রেংকিং এ দুই দেলের ব্যবধান খুব বেশি নয়। শ্রীলংকা আছে ৮ নাম্বারে আর বাংলাদেশ নয়। এই সিরিজ জিততে পারলে শ্রীলঙ্কাকে টপকে বাংলাদেশ আট এ উঠে যাবে।
বিশ্বকাপে শ্রীলঙ্কাকে হারানোর পর থেকেই বাংলাদেশ এবং শ্রীলংকার মধ্যে বেশ উত্তেজনা বিরাজ করছে বিশেষ করে এঞ্জেল মিথোজ এর টাইম আউট এর ঘটনাকে কেন্দ্র করে। আশা করা যায় আগামীকাল মাঠেও এই উত্তাপ দেখা যাবে।