৮ উইকেটের জয়ে সমতায় ফিরলো বাংলাদেশ
- আপডেট সময় : ০৪:১৮:৫৩ অপরাহ্ন, বুধবার, ৬ মার্চ ২০২৪ ১৬৩ বার পড়া হয়েছে
অধিনায়ক নাজমুল শান্ত এর ফিফটি তে ভর করে আট উইকেটের জয় তুলে নিল বাংলাদেশ। জয়ের জন্য প্রয়োজন ছিল দুই রানের আর শান্তর ফিফটি এর জন্য প্রয়োজন ছিল তিন রানের সানাকাকে বিশাল এক ছয় মেরে নিজের ফিফটি এবং দলের জয় এই ২ নিশ্চিত করল অধিনায়ক। টি-টোয়েন্টি ক্যারিয়ারে এটি তার চতুর্থ ফিফটি।
গত ম্যাচে বোলাররা ঠিক সুবিধা করতে না পারলেও ব্যাটসম্যানদের দৃঢ়তায় বাংলাদেশ জয়ের খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিল। আজ প্রথমবার মেডেন করে শরিফুল ইসলাম যেন বার্তা দিলেন নিজেদের কাজটা তারা করতে কতটা মরিয়া আজ।
সিলেটে বোলাররা ১৬৫ রান এ বেঁধে রেখে ব্যাটসম্যানদের জন্য কাজটা আজ অনেকটাই সহজ করে দেয়। লিটন ও সৌম্যের 68 রানের ওপেনিং জুটি কার্যত শ্রীলঙ্কাকে ছিটকে দেয়। যদিও সৌম্যের রিভিউ নিয়ে একটি বিতর্ক রয়েছে। বাকি কাজটুকু নাজমুল শান্ত তাওহীদ হৃদয় কে নিয়ে খুব স্বাচ্ছন্দে করে গিয়েছেন। বাংলাদেশ পেল ৮ উইকেটের বিশাল জয়। টি-টোয়েন্টি টুর্নামেন্টের সমতায় ফিরল বাংলাদেশ।