৬০০ মানুষকে ইফতার করালেন যমুনার দুর্গম চরের শুশুয়া ওয়েলফেয়ার এসোসিয়েশন
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৫:২০:১৮ পূর্বাহ্ন, শনিবার, ৩০ মার্চ ২০২৪ ৫৮ বার পড়া হয়েছে
সোনালী বাংলাদেশ নিউজ ডেস্ক:টাঙ্গাইলের ভূঞাপুরে প্রতি বছরের ন্যায় এবারো যমুনার দুর্গম চরাঞ্চলের প্রায় ৬০০ মানুষকে ইফতার করালেন স্থানীয় সেচ্ছাসেবী ও সেবামূলক সামাজিক সংগঠন শুশুয়া ওয়েলফেরার এসোসিয়েশন। একইসঙ্গে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৯ মার্চ) সন্ধ্যায় উপজেলার অর্জুনা ইউনিয়নের চর শুশুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
এ সময় শুশুয়া ওয়েলফেয়ার এসোসিয়েশনের মো. সভাপতি মমিনুর রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আরিফুল হক আরজু, সংগঠনের সম্পাদক মো. আবু তাহের, সাবেক ইউপি সদস্য আব্দুল মজিদ, লিয়াকত হোসেন রনি, ওবায়দুল্লাহ প্রমুখ।
শুশুয়া ওয়েলফেরার এসোসিয়েশনের সভাপতি মো. মমিনুর রহমান বলেন, দুর্গম চরাঞ্চলের মানুষের সাথে একসঙ্গে ইফতার করার লক্ষ্যে আমাদের এই আয়োজন। এবার ইফতারে প্রায় ৬০০ মানুষ অংশ নেয়। আগামীতেও যেন এমন আয়োজন করতে পারি সে জন্য সকলের সহযোগিতা কামনা করছি।