সৌদি আরবে যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পবিত্র ঈদুল ফিতর পালিত হচ্ছে।
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৮:৫৬:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ জুন ২০১৮ ২৬ বার পড়া হয়েছে
শুক্রবার সৌদি স্থানীয় সময় সকাল ৬টায় বিশ্বের সবচেয়ে বড় ঈদের প্রথম জামাত মক্কার মসজিদুল হেরামে অনুষ্ঠিত হয়।প্রতি বছরের মতো এবারও ফজর নামাজের আগে থেকেই ঈদের নামাজে অংশ নেয়ার জন্য মসজিদুল হেরামের ভেতর এবং বাইরের চারপাশে জড়ো হন ধর্মপ্রাণ মুসল্লিরা।নিরাপত্তার মধ্য দিয়ে মুসল্লিরা মক্কার মসজিদুল হেরামে ঈদের নামাজ আদায় করেন।ঈদের নামাজে মক্কার পাশের প্রদেশ জেদ্দা, তায়েফ, মদিনা, দাম্মাম, রিয়াদ, আবহা থেকে মানুষজন মসজিদুল হেরামে আসেন। এ ছাড়া স্থানীয় নাগরিক, প্রবাসী ও বিশ্বের বিভিন্ন দেশ থেকে উমরা হজ করতে আসা হাজিরা নামাজে অংশ নেন।নামাজ শেষে সমগ্র বিশ্ব মুসলিম উম্মাহর সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনা করে দোয়া ও মোনাজাত করেন।