সত্যিই বার্সেলোনা ছাড়বেন মেসি?
- আপডেট সময় : ০৪:৫৪:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ মে ২০১৮ ৩৪ বার পড়া হয়েছে
আর্জেন্টিনার হয়ে কিছু জেতার আকাঙ্ক্ষা আবার জানালেন মেসি।বার্সেলোনা বাদে আর কোনো দলের জার্সি কখনো পরেননি মেসি। অনেক ক্লাবই চেষ্টা করেছে, কিন্তু ছেলেবেলার ক্লাবের মায়া কাটাতে পারেননি মেসি। কিছুদিন আগেই নতুন চুক্তি করেছেন, ক্যারিয়ার শেষ হওয়ার আগে মেসিকে তাই অন্য কোনো ক্লাবে দেখার সম্ভাবনা হয়তো শেষ হয়ে গেছে। তবে লিওনেল মেসি কিন্তু নিজেই সে সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না।
আর্জেন্টিনার ফেরার ইচ্ছা বহু আগ থেকেই জানিয়েছেন মেসি। আর্জেন্টিনার যে ক্লাবে বেড়ে ওঠা, ফিরলে সেই নিউওয়েলস ওল্ড বয়েজেই ফিরবেন। কারণ ইউরোপে অন্য কোনো ক্লাবের হয়ে খেলা সম্ভব নয় তাঁর পক্ষে, ‘আমার কাছে এখন এটা পরিষ্কার, ইউরোপে আমার একমাত্র ঘর বার্সেলোনা। আমি সব সময়ই বলেছি আর্জেন্টিনায় ফিরতে চাই। জানি না হবে কি না, তবে মনে মনে ইচ্ছে আছেই। তবে সেটা নিউওয়েলসই হবে। অন্তত ছয় মাসের জন্য হলেও আমি এটা করতে চাই। তবে আপনি কখনো বলতে পারবে না ভবিষ্যতে কী হবে।’
আর্জেন্টিনা ছেড়ে স্পেনে এসেছেন সেই কিশোর বয়সে। ফলে স্পেনের হয়ে খেলার সুযোগ ছিল লিওনেল মেসির। কিন্তু লিওনেল মেসি সেই সুযোগ না নিয়ে আর্জেন্টিনায় ফেরত আসেন। সে নিয়েও কথা বলেছেন মেসি, ‘একদিন আমার এক বন্ধু বলে যে, দেখ তুমি যদি স্পেনে খেলতে, বিশ্বজয়ী হতে পারবে। কিন্তু সেটা হলেও অনুভূতিটা এক হতো না। এটা কখনো আমার মাথায়ও আসেনি (স্পেনের হয়ে খেলা)। আর্জেন্টিনার হয়ে জিততে পারলে সেটাই হবে বিশেষ কিছু।’
খ্যাতির বিড়ম্বনাও খুব একটা পছন্দ নয় মেসির, ‘মানুষজনের কাছ থেকে যে ভালোবাসা পাই, তাতে আমি খুবই আনন্দিত, কিন্তু মাঝে মাঝে কিছুটা আড়ালেও থাকতে ইচ্ছা করে। আন্তোনেল্লা ও বাচ্চাদের সঙ্গে কেনাকাটার জন্য যখন বাইরে যাই, তখন একটু স্বাভাবিক সময় কাটাতেও তো ইচ্ছা করে।’