শুক্রবার থেকে রোজা শুরু হচ্ছে
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ১২:১৬:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ মে ২০১৮ ৪১ বার পড়া হয়েছে
আজ বুধবার সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে বৈঠক করে জাতীয় চাঁদ দেখা কমিটি জানায়। আজ বুধবার বাংলাদেশের কোথাও পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যায়নি তাই আগামী শুক্রবার থেকে রোজা শুরু হচ্ছে। বৈঠকে সভাপতিত্ব করেন ধর্মমন্ত্রী ও কমিটির সভাপতি অধ্যক্ষ মতিউর রহমান।
বৈঠকে জানানো হয়, বাংলাদেশের কোথাও পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যায়নি। ফলে আগামী শুক্রবার থেকে শুরু হবে রমজান মাস । তাই আগামীকাল বৃহস্পতিবার দেশের মসজিদগুলোতে বাদ এশা তারাবির নামাজের মধ্য দিয়ে ধর্মপ্রাণ মুসলমানরা পবিত্র রমজানের ইবাদত শুরু করবেন।