ইফতারের আগে বহন করা যাবে পানি।
রমজানে বাড়ছে মেট্রোরেল চলাচলের সময়।
- আপডেট সময় : ০৫:৪৯:২৯ অপরাহ্ন, রবিবার, ১০ মার্চ ২০২৪ ১৫৬ বার পড়া হয়েছে
আসন্ন রমজান মাসে বাড়ছে মেট্রোরেল চলাচলের সময়। ১৬ রমজান থেকে ট্রেন চলাচলের সময় উভয়দিকে এক ঘন্টা করে বানানো হবে অর্থাৎ মতিঝিল থেকে সর্বশেষ ট্রেন রাত ৯ টা বেজে ৪০ মিনিটে এবং উত্তরা থেকে সর্বশেষ ট্রেন রাত ৯ টা বেজে ২০ মিনিটে ছাড়বে। তাছাড়া ইফতারের এক মুহূর্তে ২৫০ মিলি লিটার পানি বহন করা যাবে বলে জানিয়েছে মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ডিএমটিসিএল।
রোববার বিকেলে রাজধানীর ইস্কাটনে ডিএমটিসিএল এর সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলন এ এ কথা জানাই ডি এম টি সি এল এর ব্যবস্থাপনা পরিচালক এমএন সিদ্দিক। তিনি আরো বলেন ইফতারের জন্য ইফতারের আগে পরে ২৫০ml পানির বোতল বহন করা যাবে তবে সেক্ষেত্রে অবশ্যই পানির বোতল নির্দিষ্ট ডাস্টবিনে ফেলতে হবে। যেখানে সেখানে ফেলা যাবে না। এবং ট্রেনের ভিতর এলইডি পর্দায় ইফতারের সময়সূচি প্রদর্শন করা হবে।
তিনি আরো বলেন এতে করে রাজধানী বাসী আরো বেশি সেবা মেট্রোরেল থেকে পাবে এবং এটি রাষ্ট্রীয় সম্পদ তাই সবাইকে এ ব্যাপারে আরো বেশি যত্নশীল হতে হবে।
এস এম সজল/ ব্যতিক্রম নিউজ।