রমজানের পরেই পাঁচ সিটির নির্বাচন : সিইসি
- আপডেট সময় : ১০:৩২:২৭ পূর্বাহ্ন, শনিবার, ১৭ মার্চ ২০১৮ ৪৮ বার পড়া হয়েছে
বৃহস্পতিবার ১৫ মার্চ সকাল ১১টায় রাজশাহীর পবা উপজেলার দামকুড়া উচ্চ বিদ্যালয় মাঠে ভোটারদের মাঝে স্মার্ট কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধনকালে প্রধান নির্বাচন কমিশনার সাংবাদিকদের বলেন
মেয়াদ পূর্ণ হতে যাওয়া রাজশাহীসহ দেশের পাঁচ সিটি করপোরেশন নির্বাচন আগামী জুলাইয়ের মধ্যেই হবে। রমজান মাসের পর জুলাইয়ের মধ্যে দেশের পাঁচটি সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা।
এছাড়া ডিসেম্বরের শেষ সপ্তাহ বা জানুয়ারির প্রথমে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানান সিইসি।
এ সময় প্রধান নির্বাচন কমিশনার স্মার্ট কার্ড বিতরণ কার্যক্রম পরিদর্শন করেন এবং সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন।
প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা আরো বলেন, ‘এবার সিটি করপোরেশন নির্বাচনে ইভিএম ব্যবহার করা হবে। তবে সেটা কী পরিমাণে ব্যবহার করা হবে– তা নির্ভর করবে ইভিএম মেশিন সম্পর্কে প্রশিক্ষণের ওপর।‘ নির্বাচনে বিএনপিসহ সকল দল জাতীয় নির্বাচনে অংশ গ্রহণ করবে বলেও আশা প্রকাশ করেন তিনি।