মির্জাপুরে প্রধানমন্ত্রীর অনুদানের চেক বিতরণ
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ১২:৪৮:১২ পূর্বাহ্ন, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪ ৪৯ বার পড়া হয়েছে
সোনালূী বাংলাদেশ নিউজ ডেস্ক: টাঙ্গাইলের মির্জাপুরে অসুস্থদের মধ্যে প্রধানমন্ত্রীর অনুদানের চেক বিতরণ করা হয়েছে। প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে বরাদ্দকৃত এই চেক বিতরণ করেন টাঙ্গাইল-৭ মির্জাপুর আসনের এমপি খান আহমেদ শুভ। শুক্রবার বিকেলে এ উপলক্ষে মির্জাপুর প্রেসক্লাব মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় বক্তৃতা করেন খান আহমেদ শুভ এমপি, মির্জাপুর প্রেসক্লাবের সভাপতি শামসুল ইসলাম সহিদ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোজাহিদুল ইসলাম মনির, যুগ্ম সম্পাদক সিরাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আমিনুর রহমান আকন্দ প্রমুখ। অনুষ্ঠান শেষে ৪৬ জন অসুস্থ নারী-পুরুষের মধ্যে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের ২০ লাখ ৯০ হাজার টাকার চেক বিতরণ করা হয়।