মির্জাপুরে এক মাস পর ‘অপহৃত’ স্কুলছাত্রী উদ্ধার

- আপডেট সময় : ১১:৩৯:৪১ অপরাহ্ন, বুধবার, ১৯ মার্চ ২০২৫ ২৩ বার পড়া হয়েছে
সোনালী বাংলাদেশ নিউজ ডেস্ক: টাঙ্গাইলের মির্জাপুরে অপহরণের এক মাস পর এক স্কুলছাত্রীকে উদ্ধার করা হয়েছে। আজ বুধবার উপজেলার দেওহাটা বাজার থেকে তাকে উদ্ধার করা হয়।
পরিবার সূত্র জানায়, মির্জাপুর উপজেলার গোড়াই ইউনিয়নের পাথালিয়াপাড়া গ্রামের দশম শ্রেণির ছাত্রী (১৪) প্রতিদিনের মতো ১৭ ফ্রেরুয়ারি বিদ্যালয়ে যায়। বিকেলে বাড়িতে না ফেরায় বাড়ির লোকজন বিভিন্ন স্থানে খুঁজতে থাকেন। এরমধ্যে একই গ্রামের খুশী মন্ডলের ছেলে খোকন সরকার (২৩) ওই ছাত্রীর সঙ্গে নিজের ছবি ফেসবুকে পোস্ট দেয়। বিষয়টি জানতে পেরে ছাত্রীর দাদা মির্জাপুর থানায় অভিযোগ দায়ের করেন।
এদিকে ছাত্রী অপহরণের ঘটনায় থানায় অভিযোগ দেওয়ায় ক্ষিপ্ত হয়ে অপহরণকারী খোকনের লোকজন ২১ ফেব্রুয়ারি রাত ৯টার দিকে বাদী খুশী মোহন মন্ডল ও ছাত্রীর পিশা (ফুফা) গিরেনের ওপর খোকনের ভাই রিপন, প্রকাশ, গোপাল ও শম্ভুসহ ৫-৭ জন লাঠিসোটা নিয়ে হামলা চালায়। রাতেই আহত দু’জনকেই কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়। মির্জাপুর থানায় মামলা হওয়ার পর অপহৃত স্কুলছাত্রীকে উদ্ধারের জন্য মির্জাপুর থানা পুলিশ বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে। বুধবার সকালে গোড়াই ইউনিয়ন পরিষদের সামনে হঠাৎ অপহৃত ওই স্কুলছাত্রীকে দেখতে পান এলাকার লোকজন। পরে দেওহাটা ফাঁড়ির পুলিশ এসে ছাত্রীকে উদ্ধার করে নিয়ে যায়।
মামলার তদন্তকারী কর্মকর্তা দেওহাটা পুলিশ ফাঁড়ির এসআই মোহাম্মদ নূরুন্নবী বলেন, অনেক চেষ্টার পর ছাত্রীকে উদ্ধার করা সম্ভব হয়েছে। তাকে স্বাস্থ্য পরীক্ষার করানো হবে এবং জবানবন্দী রেকর্ডের জন্য আদালতে হাজির করা হবে বলে তিনি জানান।