ভূঞাপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০১:০৪:৩৮ অপরাহ্ন, শনিবার, ১৮ মে ২০২৪ ২৯ বার পড়া হয়েছে
সোনালী বাংলাদেশ নিউজ ডেস্ক: টাঙ্গাইলের ভূঞাপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় মেহেদী হাসান মিশু (১৭) নামে এক কলেজ ছাত্র নিহত হয়েছে। শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে উপজেলার কষ্টাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মেহেদী কয়েড়া গ্রামের স্কুল শিক্ষক রফিকুল ইসলাম মোল্লার ছেলে। সে ঘাটাইল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের একাদশ শ্রেণির মানবিক বিভাগের ছাত্র ছিল। দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য রুবেল মিয়া।
পরিবার সূত্রে জানা যায়, মেহেদী হাসান শুক্রবার মধ্যরাতে মোটরসাইকেলযোগে ভূঞাপুর থেকে গ্রামের বাড়ি কয়েড়া ফিরছিলেন। পথিমধ্যে ভূঞাপুর-বঙ্গবন্ধু সেতু সড়কের কষ্টাপাড়া এলাকায় পৌঁছলে পিছন দিক থেকে একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। রাস্তার পাশে ছিটকে পড়ে যায় মেহেদী। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থা গুরুতর হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে স্থানান্তর করেন। সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয় মেহেদীর।
এ বিষয়ে ভূঞাপুর থানা অফিসার ইনচার্জ আহসান উল্লাহ বলেন, দুর্ঘটনার বিষয়ে তিনি অবগত নন।
এদিকে মেহেদীর মৃত্যুর ঘটনায় পরিবার ও সহপাঠীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন,ঘাটাইল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের অধ্যক্ষসহ অন্যান্য শিক্ষকরা।