ভয়ানক সৌর ঝড়! ধেয়ে আসছে পৃথিবীর দিকে
- আপডেট সময় : ১১:০৩:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ মার্চ ২০১৮ ৪০ বার পড়া হয়েছে
রুশ বিজ্ঞানীরা করছেন এক নতুন আশঙ্কা। বললেন আগামী ১৮ তারিখ পৃথিবীর দিকে ধেয়ে আসছে এক শক্তিশালী সৌর ঝড়।
তাদের মতে ওই ঝড় পৃথিবীর ম্যাগনেটোস্ফেয়ার বা চুম্বকমণ্ডল ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হবে। যার কারণে ব্যাপকভাবে ক্ষতি হবে টেলি যোগাযোগ।
ব্যাপক ক্ষতির মুখে পড়বে রেডার ব্ল্যাকআউট, রেডিও নেভিগেশন সিস্টেমসহ বিভিন্ন চৌম্বকীয় বা তড়িৎ–চৌম্বকীয় মাধ্যম নির্ভরশীল যন্ত্রপাতি। ফলে এখন থেকেই সাবধানতা নেওয়ার জন্যে বলা হয়েছে।
তবে রাশিয়ান অ্যাকাডেমি অফ সায়েন্স–এর বিজ্ঞানীদের দাবি, কিছু কিছু সৌর–ঝড় মানুষসহ বিভিন্ন জীবের ক্ষতিও করে। যেমন—রক্ত চলাচল, রক্তচাপ ও শরীরে অ্যাডরেনালিনের সক্রিয়তায় প্রভাব পড়ে।
রুশ বিজ্ঞানীদের দাবি, ভয়ঙ্কর এই ঝড়ের ফলে বিশ্বের বিভিন্ন প্রান্তে মানুষের মাথাব্যথা, ঝিমুনি এবং ঘুমের ব্যাঘাত ঘটতে পারে। সেক্ষেত্রেও মানুষকে সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন বিজ্ঞানীরা।