বাসাইল পৌরসভার নির্বাচন স্থগিত করেছেন হাইকোর্ট
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৯:২০:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ এপ্রিল ২০১৮ ২৮ বার পড়া হয়েছে
টাঙ্গাইলের বাসাইল পৌরসভার আসন্ন নির্বাচন ছয় মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। বৃহস্পতিবার বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি আশরাফুল কামালের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ নির্বাচন স্থগিতের এই আদেশ দেন। ভোটার তালিকা ও সীমানা সংক্রান্ত জটিলতার কারণে এই নির্বাচন স্থগিত হয়েছে।গত ২ এপ্রিল নির্বাচন কমিশন বাসাইল পৌরসভার নির্বাচনের তফসিল ঘোষণা করে। তফসিল অনুযায়ী আগামী ১৫ মে ভোট গ্রহণের জন্য দিন ধার্য ছিল।আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী রফিকুল ইসলাম। আর রাষ্ট্রপক্ষে ছিলন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু।এ ব্যাপারে বাসাইল পৌরসভার বর্তমান মেয়র মজিবর রহমান বলেন, আমি প্রায় দেড় মাস আগে সীমান্ত সংক্রান্ত, ভোটার তালিকা জটিতলসহ বিভিন্ন বিষয় উল্লেখ করে হাইকোর্টে মামলা করি। এই মামলার প্রেক্ষিতে বৃহস্পতিবার হাইকোট নির্বাচন স্থগিত করেন।