বাসাইলে ৯৪ পিছ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৫:০১:৫২ অপরাহ্ন, বুধবার, ১৮ জুলাই ২০১৮ ২৬ বার পড়া হয়েছে
মিলন ইসলাম বাসাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলের বাসাইলে ৯৪ পিছ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে বাসাইল থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন সখিপুর উপজেলার যাদবপুর গ্রামের করিম মিয়ার ছেলে পারভেস (২৪) এবং একই গ্রামের মিনহাজ মিয়ার ছেলে সজিব (২৬)।দীর্ঘদিন ধরে তারা ইয়াবা ব্যবসার সাথে জড়িত। তাদের উভয়ের নামেই সখিপুর থানায় মাদক আইনে একাধিক মামলা রয়েছে।গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বেলা ১১.৩০ মিনিটের দিকে বাসাইল থানার উপ-পরিদর্শক মুরাদ হোসেন এবং সহকারি উপ-পরিদর্শক সাইদুর রহমানের বিশেষ অভিযানে উপজেলার নাইকানীবাড়ী গ্রামের বাসাইল-নলুয়া পাকা সকড় হতে তাদের আটক করা হয় । পরে তাদের বিরুদ্ধে বাসাইল থানায় মাদক আইনে আরো একটি মামলা দায়ের করে জেলহাজতে প্রেরণ করা হয়।