বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে টাংগাইলের তাঁত নগরী বাজিতপুরে নববর্ষ উদযাপন
- আপডেট সময় : ১০:৪৯:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ এপ্রিল ২০১৮ ২৫ বার পড়া হয়েছে
গত ১৪ এপ্রিল রোজ শনিবার ছিল বাংলা নতুন বছরের ১ম দিন অর্থাৎ বাংলা নববর্ষ ছিল।বাঙ্গালী জাতি বাংলা বছরের ১ম দিনটিতে বছরকে নানা উৎসব আয়োজনের মধ্য দিয়ে বরণ করে নিয়ে খাকে।এটি বাঙালি জাতির হাজার বছরের ঐতিহ্য।১৪২৫ বঙ্গাব্দের ১ম দিনটিও প্রতিবছরের ন্যায় নানা রকম আয়োজনের মধ্য,দিয়ে পালন করা হয়েছে।সারা দেশের ন্যায় টাংগাইল জেলার সদর থানাধীন টাংগাইল পৌরসভার ১২ নং ওয়ার্ডের তাঁত শিল্পাঞ্চল বাজিতপুর মাঠ প্রাঙ্গণে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর আলহ্বাজ মো:আমিনুর রহমান আমিনের উদ্দ্যোগে স্থানীয় সুশীল সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গের সহযোগীতায় বাংলা ১৪২৫ বর্ষ বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাংগাইল পৌরসভার মেয়র,জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আলহ্বাজ জামিলুর রহমান মিরন।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাংগাইল পৌরসভার প্যানেল মেয়র আলহাজ্ব সাইফুজ্জামান সোহেল, বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব আব্দুর রাজ্জাক মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডা:সি.আর.দাস,লুৎফর রহমান মোল্লা,আলহাজ্ব মোবারক আলী ভূইয়া প্রমুখ। সারাদিন ব্যাপী অনুষ্ঠিতব্য অনুষ্ঠান সূচির মধ্যে ছিল বাচ্চাদের যাবতীয় ক্রীড়া প্রতিযোগিতা, ফুটবল ম্যাচ সহ মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানটির মধ্য দিয়ে উপস্থিত সকলেই বাংলা ১৪২৫ নতুন বছরটিকে বিশেষ ভাবে বরণ করে নেয়।মিডিয়া পার্সন হিসেবে অনুষ্ঠানটি সহযোগিতা করেছেন চেতনা নিউজের রিপোর্টার সাইফুল ইসলাম (রানা)।