নাগরপুর কাচা বাজারের অস্বাস্থ্যকর পাবলিক টয়লেট
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ১০:৩৭:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ২৭ মে ২০১৮ ২৪ বার পড়া হয়েছে
আজিজুল হক বাবু নাগরপুর প্রতিনিধি: টাঙ্গাইল জেলার নাগরপুর থানার সদর বাজার একটি অন্যতম পুরাতন বাজার।প্রতিদিনই নাগরপুর সদর বাজার ব্যবসায়ী ও ক্রেতাদের আনাগোনায় সরগরম থাকে।কাচাবাজারে প্রায় প্রতিদিন গরু, ছাগল জবাই করা। এছাড়া রয়েছে পোল্ট্রি ও মাছের আড়ত এবং নিত্য প্রয়োজনীয় শাক সবজির দোকান। ময়লা আবর্জনা ফেলার সুনির্দিষ্ট কোন জায়গা না থাকা ও অকার্যকর ড্রেনেজ ব্যবস্থার কারনে বাজারের সামগ্রিক পরিবেশ দূষিত হচ্ছে।
এছাড়া কাচা বাজারের ব্যবসায়ীদের জন্য কোন পাবলিক টয়লেট নেই। কাচাবাজারের বিশিষ্ট ব্যবসায়ী খোকন জানান. কাচাবাজারে কোন ভাল পাবলিক টয়লেট নেই, যে শৌচাগার রয়েছে তা ব্যবহারের অনুপযোগী এবং অস্বাস্থ্যকর। ফলে জনাব খোকন সহ বাজারের অন্যান্য ব্যবসায়ীগন কাচাবাজারে পাবলিক টয়লেট স্হাপন এবং ভাল ড্রেনেজ ব্যবস্থা কার্যকর করার জোর দাবি জানিয়েছেন।