নাগরপুরের বীর মুক্তিযোদ্ধা আব্দুল অয়াহাব আর নেই
- আপডেট সময় : ০৬:৩১:৩৯ অপরাহ্ন, শনিবার, ১২ মে ২০১৮ ২৪ বার পড়া হয়েছে
আজিজুল হক বাবু নাগরপুর প্রতিনিধিঃ বীর মুক্তিযোদ্ধা আব্দুল অয়াহাব খান সবাই চেনেন অয়াহাব মুন্সি নামে তিনি আর আমাদের মাঝে নেই। গতকাল ১১ মে ২০১৮ রাত ১১ টায় নিজ বাড়ীতে ইন্তেকাল করেন বীর মুক্তিযোদ্ধা আইয়ুব খান। (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাহির রাজেউন)
মরহুমের দুই ছেলে ও এক মেয়ে। দুই ছেলেই পুলিশে চাকুরিরত আছেন। মেয়ের বিয়ে হয়ে গেছে। তার এক বিবি আছেন।
আজ ঘুনিপাড়া কবর স্থানে জানাজা নামাজ রাষ্ট্রীয় মর্যাদায় তার দাফন করা হয়। উপস্থিত ছিলেন নাগরপুর উপজেলা নির্বাহী অফিসারের পক্ষ থেকে ভূমী কার্যালয়ের সিনিয়র অফিসার সাবিনা চৌধুরী।
আরও উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আলহাজ্ব সুজায়েত হোসেন, বীর মুক্তিযোদ্ধা আমীর হোসেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাকী, বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম ও বীর মুক্তিযোদ্ধা আক্তার ভুইয়া।
এছাড়াও উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড নাগরপুর উপজেলা শাখার আহবায়ক মোঃ আজিজুল হক বাবু, সলিমাবাদ শাখার সভাপতি মোঃ রবিউল ইসলাম, সহ-সভাপতি তানভির হোসেন তান্না ও মোঃ সাইফুল ইসলাম।