দেলদুয়ারে বরযাত্রীর গাড়ি দুর্ঘটনায় নিহত ১
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ১১:৫১:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৫ ১০৬ বার পড়া হয়েছে
সোনালী বাংলাদেশ নিউজ ডেস্ক: টাঙ্গাইলের দেলদুয়ারে সড়ক দুর্ঘটনায় বরযাত্রীবাহী মাইক্রোবাসের একজন নিহত হয়েছে। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে নাটিয়াপাড়ার ইসলামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম পরিচয় পাওয়া যায়নি।
পুলিশ এবং স্থানীয়রা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা বরযাত্রীবাহী মাইক্রোবাসটি টাঙ্গাইল শহরে উদ্দেশে যাচ্ছিল। পথিমধ্যে মাইক্রোবাসটি ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের দেলদুয়ার উপজেলার নাটিয়াপাড়া ইসলামপুর এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে টাঙ্গাইলগামী একটি ইটবোঝাই ট্রাকে ধাক্কা দেয়। এতে মাইক্রোবাসে থাকা বরযাত্রীদের মধ্যে দুইজন গুরুতর আহত হয়। পরে আহতদেরকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়ার পর একজনকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
হাইওয়ে পুলিশের এসআই সিরাজুল ইসলাম জানান,আহতের পরিচয় জানা গেলেও নিহতের পরিচয় এখনো জানা যায়নি। দুর্ঘটনায় আক্রান্তদের প্রায় সকলের বাড়ি ভোলা জেলার চরফ্যাশনে। দুর্ঘটনার পর মাইক্রোবাস ও ট্রাক উদ্ধার করা হয়েছে।


















