ট্রাফিক পুলিশের বিশেষ অভিযান নাগরপুরে সিএনজিসহ ৪৫টি মোটর সাইকেল আটক
- আপডেট সময় : ০৫:৪০:০১ অপরাহ্ন, সোমবার, ৭ মে ২০১৮ ৩৪ বার পড়া হয়েছে
আজিজুল হক বাবু নাগরপুর প্রতিনিধি: জেলা ট্রাফিক পুলিশের বিশেষ অভিযানে টাঙ্গাইলের নাগরপুরে সিএনজিসহ ৪৫টি মোটর সাইকেল আটক। টাঙ্গাইলের পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়ের নির্দেশে জেলা ট্রাফিক পুলিশ সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলা শহরের গুরুত্বপূর্ণ স্থানে এ অভিযান পরিচালনা করেন। এসময় সিএনজিসহ ৪৫টি যানবাহন আটক করা হয়।
নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাইন উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, জেলা পুলিশ সুপার মহোদয়ের নির্দেশক্রমে পুলিশ ইন্সপেক্টর মো. মিজানুর রহমান ও টি আই জানে আলমের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। এসময় উপজেলার বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে সিএনজিসহ ৪৫টি যানবাহন আটক করা হয়। এর মধ্যে ১৬টি যানবাহনের বিরুদ্ধে ট্রাফিক আইনে মামলা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে। এছাড়া চারটি সিএনজি ও ২৫টি মোটর সাইকেলের প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় আটক করা হয়েছে।