টাঙ্গাইল প্রেসক্লাব ক্রিকেট টুর্নামেন্টে সম্পাদক দল চ্যাম্পিয়ন
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৪:০৫:২৭ অপরাহ্ন, শুক্রবার, ৪ মে ২০১৮ ৩৬ বার পড়া হয়েছে
টাঙ্গাইল প্রেসক্লাব ক্রিকেট টুর্নামেন্টে সম্পাদক দল ৬ উইকেটে সভাপতি দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে।আজ শুক্রবার (৪ মে) দুপুরে টাঙ্গাইল বিন্দুবাসিনী স্কুল মাঠে টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট জোয়াহেরুল ইসলাম জোয়াহের প্রধান অতিথি হিসাবে পুরস্কার বিতরণ করেন। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিন্দুবাসিনী সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল করিম, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মির্জা মঈনুল হোসেন লিন্টু, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ, সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা প্রমুখ।ফাইনাল খেলায় জেলা ক্রীড়া সংস্থার আম্পায়ার সুমন সরকার ও রবিন সরকার দায়িত্ব পালন করেন।