টাঙ্গাইল থেকে ঢাকা সরাসরি ট্রেন চালুর দাবীতে মানববন্ধন
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৪:১৭:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ জুন ২০১৮ ৩৩ বার পড়া হয়েছে
নিজস্ব সংবাদদাতা; প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষ্যে টাঙ্গাইল থেকে ঢাকা সরাসরি ট্রেন চলাচলের কিংবা টাঙ্গাইলের উপর দিয়ে চলাচলকারী প্রতিটি ট্রেনে জেলাবাসীর জন্য ১টি করে আলাদা বগি চালু করার দাবীতে শান্তিপূর্ণভাবে মানববন্ধন আজ বৃহস্পতিবার দুপুরে অনুষ্ঠিত হয়েছে।
টাঙ্গাইলের ঘারিন্দা রেল ষ্টেশনে জেলা অনলাইন গ্রুপ ঐক্যজোটের উদ্যোগে বৃহস্পতিবার সকাল সাড়ে দশটা থেকে প্রায় দেড়ঘন্টা ব্যাপী ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, বক্তারা বলেন, আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতির বাস্তবায়ন চাই। বিগত কয়েক বছর যাবত ঢাকা-টাঙ্গাইল ট্রেনের দাবিতে বিভিন্ন কর্মসূচী পালিত হয়েছে। এরই ধারাবাহিকতায় এই প্রথম টাঙ্গাইল জেলার বিভিন্ন অনলাইন গ্রুপ, সেচ্ছাসেবী সামাজিক সেবামূলক বিভিন্ন সংগঠন, সুশীল সমাজ, সচেতন নাগরিক ও সাংবাদিকগণের সহযোগীতায় এই শান্তিপূর্ণ মানব বন্ধন পালন করা হলো। আমরা আপনাদের মাধ্যমে ঢাকা- টাঙ্গাইল- ঢাকা সরাসরি ট্রেন চালু কিংবা টাঙ্গাইলের উপর দিয়ে চলাচলকারী প্রতিটি ট্রেনে জেলাবাসীর জন্য ১টি করে আলাদা বগি চালু করার দাবী জানাই।ইতিপূর্বে এ ট্রেন চালু করার চেষ্টা কয়েকবার করা হলেও সেটা সম্ভব হয়নি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি, সমস্ত বাধা দূরে ঠেলে ঢাকা-টাঙ্গাইল ট্রেনসেবা চালু করা হোক।
বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, চাকুরীজীবী, সাংবাদিক, বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গসহ সুশীল সমাজের প্রতিনিধিগন, বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও অনলাইন গ্রুপের সম্মানিত সদস্যগণ উপস্থিত ছিলেন।