টাঙ্গাইলে শ্রেণিকক্ষে ‘হিটস্ট্রোক’ করে জ্ঞান হারালেন মাদরাসা শিক্ষক
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৭:১২:৩৬ অপরাহ্ন, রবিবার, ২৮ এপ্রিল ২০২৪ ৪৬ বার পড়া হয়েছে
সোনালী বাংলাদেশ নিউজ ডেস্ক : প্রচন্ড তাপদাহে টাঙ্গাইলের ভূঞাপুরে শ্রেণিকক্ষে ক্লাস চলাকালীন হিটস্ট্রোকে জ্ঞান হারিয়ে ফেলেন মো. জহিরুল ইসলাম নামে এক মাদরাসা শিক্ষক। তিনি উপজেলার রাউৎবাড়ী দাখিল মাদরাসার সহকারী মৌলভী শিক্ষক।
রবিবার (২৮ এপ্রিল) দুপুর ১২ টার দিকে এ ঘটনা ঘটে। মাদরাসার সুপার ও বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন ভুঞাপুর উপজেলা শাখা’র সভাপতি মাওলানা মো. আফছার আলী এ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান- ‘ক্লাস শেষে অফিসরুমে আসে জহিরুল ইসলাম। পরে তিনি হঠাৎ জ্ঞান হারান এবং কথা বলা বন্ধ হয়ে যায় তাঁর। পরে তাৎক্ষণিক মাথায় পানি ঢাললে ১০ মিনিট পর তার জ্ঞান ফিরে আসে। তিনি সুস্থ আছেন।’
এ ঘটনায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মনিরুজ্জামান বলেন- ‘তীব্র গরমে হিটস্ট্রোক করে মাদরাসা শিক্ষক জ্ঞান হারানোর বিষয়টি জানা নেই। এ ব্যাপারে আমি খোঁজ নিচ্ছি।’