ঢাকা ০৭:৪৫ অপরাহ্ন, শনিবার, ০৫ অক্টোবর ২০২৪, ২০ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

টাঙ্গাইলে যৌন নিপীড়নের অভিযোগে কবিরাজ গ্রেফতার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৫৯:৪২ পূর্বাহ্ন, রবিবার, ২০ মে ২০১৮ ২৬ বার পড়া হয়েছে

টাঙ্গাইলের মধুপুরে ৬ বছরের শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে কবিরাজ মো. ফরমান আলীকে (৫৫) গ্রেফতার করেছে পুলিশ।গত শুক্রবার রাতে উপজেলার চাপড়ি বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। এ ব্যাপারে শিশুটির মা আমিনা বেগম বাদী হয়ে শুক্রবার সন্ধ্যায় মধুপুর থানায় মামলা করেছেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, মধুপুর উপজেলার চাপড়ি বাজারের ফরমান আলীর বাসায় ভাড়া থাকতো দড়ি হাতীল গ্রামের আব্বাস আলী। আব্বাস আলী কাজের সন্ধানে বাইরে থাকলেও দুটি শিশু সন্তান নিয়ে বাসায় থাকতো তার স্ত্রী আমিনা বেগম। আমিনা বেগমের বড় মেয়েকে (৬) প্রায়ই যৌন নিপীড়ন করতো ফরমান আলী। কয়েকদিন আগে শিশুটিকে ধর্ষণ করে ফরমান আলী। গত বৃহস্পতিবার ফরমান এবং মেয়েটির বাবা আব্বাস আলী বাড়িতে আসলে আমিনা বেগম ঘটনা খুলে বলেন। আব্বাস আলী স্থানীয় মাতব্বরদের জানালে ওদিন রাতে পার্শ্ববর্তী সংগ্রামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহিম মিয়ার বাসায় সালিশি বৈঠক হয়। সালিশি বৈঠকে শিশু যৌন নিপীড়নের অভিযোগ শুনে আইনগত ব্যবস্থা নেয়ার সিদ্ধান্ত হয়। স্থানীয় কুড়ালিয়া ইউপি সদস্য মো. আমজাদ আলী সরকার জানান, মেয়েটির মা-বাবা আমার কাছে বিষয়টি জানালে ঘটনাস্থলে গিয়ে শিশুটির কথা শুনে আইনগত ব্যবস্থা নিতে বলেছি।

এ প্রসঙ্গে মধুপুর থানার পুলিশ পরিদর্শক (এসআই) মো. নজরুল ইসলাম জানান, অভিযোগ পেয়ে শনিবার অভিযুক্ত কবিরাজ ফরমান আলীকে গ্রেফতার করা হয়েছে। বিকেলে অভিযুক্ত কবিরাজ ফরমান আলীকে আদালতে পাঠানোসহ ভিকটিম শিশুটিকে ডাক্তারি পরীক্ষার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

 

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

টাঙ্গাইলে যৌন নিপীড়নের অভিযোগে কবিরাজ গ্রেফতার

আপডেট সময় : ০৮:৫৯:৪২ পূর্বাহ্ন, রবিবার, ২০ মে ২০১৮

টাঙ্গাইলের মধুপুরে ৬ বছরের শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে কবিরাজ মো. ফরমান আলীকে (৫৫) গ্রেফতার করেছে পুলিশ।গত শুক্রবার রাতে উপজেলার চাপড়ি বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। এ ব্যাপারে শিশুটির মা আমিনা বেগম বাদী হয়ে শুক্রবার সন্ধ্যায় মধুপুর থানায় মামলা করেছেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, মধুপুর উপজেলার চাপড়ি বাজারের ফরমান আলীর বাসায় ভাড়া থাকতো দড়ি হাতীল গ্রামের আব্বাস আলী। আব্বাস আলী কাজের সন্ধানে বাইরে থাকলেও দুটি শিশু সন্তান নিয়ে বাসায় থাকতো তার স্ত্রী আমিনা বেগম। আমিনা বেগমের বড় মেয়েকে (৬) প্রায়ই যৌন নিপীড়ন করতো ফরমান আলী। কয়েকদিন আগে শিশুটিকে ধর্ষণ করে ফরমান আলী। গত বৃহস্পতিবার ফরমান এবং মেয়েটির বাবা আব্বাস আলী বাড়িতে আসলে আমিনা বেগম ঘটনা খুলে বলেন। আব্বাস আলী স্থানীয় মাতব্বরদের জানালে ওদিন রাতে পার্শ্ববর্তী সংগ্রামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহিম মিয়ার বাসায় সালিশি বৈঠক হয়। সালিশি বৈঠকে শিশু যৌন নিপীড়নের অভিযোগ শুনে আইনগত ব্যবস্থা নেয়ার সিদ্ধান্ত হয়। স্থানীয় কুড়ালিয়া ইউপি সদস্য মো. আমজাদ আলী সরকার জানান, মেয়েটির মা-বাবা আমার কাছে বিষয়টি জানালে ঘটনাস্থলে গিয়ে শিশুটির কথা শুনে আইনগত ব্যবস্থা নিতে বলেছি।

এ প্রসঙ্গে মধুপুর থানার পুলিশ পরিদর্শক (এসআই) মো. নজরুল ইসলাম জানান, অভিযোগ পেয়ে শনিবার অভিযুক্ত কবিরাজ ফরমান আলীকে গ্রেফতার করা হয়েছে। বিকেলে অভিযুক্ত কবিরাজ ফরমান আলীকে আদালতে পাঠানোসহ ভিকটিম শিশুটিকে ডাক্তারি পরীক্ষার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।