টাঙ্গাইলে বাংলাদেশ স্বল্পোন্নত দেশ হতে উন্নয়নশীল দেশের কাতারে আসায় আনন্দ শোভাযাত্রা
- আপডেট সময় : ১০:১৪:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ মার্চ ২০১৮ ৪১ বার পড়া হয়েছে
বাংলাদেশ স্বল্পোন্নত দেশ হতে উন্নয়নশীল দেশের কাতারে আসায় সারাদেশের মতো টাঙ্গাইলেও আনন্দ শোভাযাত্রা অনুুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গন হতে জেলা প্রশাসনের আয়োজনে বর্নাঢ্য এক শোভাযাত্রা বের করা হয়।
শোভাযাত্রাটি শহর বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে শহীদ স্মৃতি পৌর উদ্যানে গিয়ে শেষ হয়।
পরে সেখানে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন টাঙ্গাইলের জেলা প্রশাসক খান মোঃ নুরুল আমিন, পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়, সদর উপজেলা চেয়ারম্যান খোরশেদ আলম প্রমুখ।
এসময় আরো উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা আ্ওয়ামী লীগের সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ নেছার উদ্দিন জুয়েল, সদর উপজেলা নিবার্হী কর্মকর্তা জিন্নাত জাহানসহ অনান্য কর্মকর্তাবৃন্দ।
এতে সরকারী-বেসরকারী সকল দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থী ও সর্বস্তরের মুক্তিযোদ্ধা, সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।