টাঙ্গাইলে বন্দুকযুদ্ধে মাদক ব্যবসায়ী নিহত
- আপডেট সময় : ০৯:১১:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ জুলাই ২০১৮ ৩৫ বার পড়া হয়েছে
স্টাফ রিপোর্টারঃ টাঙ্গাইলে মাদক বিরোধী অভিযানে র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মো. আফজাল (৩৫) নামে এক শীর্ষ মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় র্যাবের ২ সদস্য আহত হয়েছেন । শুক্রবার ভোরে টাঙ্গাইল সদর উপজেলার বেগুনটাল এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে । নিহত আফজাল ওই গ্রামের আব্দুল করিমের ছেলে।
টাঙ্গাইল র্যাব-১২ সিপিসি-৩ এর কোম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ রবিউল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ভোরে র্যাব সদস্যরা সদর উপজেলার বেগুনটাল এলাকায় অভিযান চালায়। মাদক বিক্রেতারা একটি চালান ভাগাভাগি করছে খবর পেয়ে ভোরে র্যাব সদস্যরা বেগুনটালে অভিযানে যায়। এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে অস্ত্রধারী কয়েকজন মাদক ব্যবসায়ী র্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে পরে আত্মরক্ষার্থে র্যাবও পাল্টা গুলি চালালে এক পর্যায়ে মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়। তবে এ সময় এক মাদক ব্যবসায়ী গুলিবিদ্ধ হন। পরে তাকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনাস্থল থেকে একটি বিদেশী পিস্তল, ১টি ম্যাগজিন, ৫রাউন্ড গুলি, ২০০ বোতল ফেনসিডিল ও ১০৪২ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। তার বিরুদ্ধে থানায় মাদক আইনের একাধিক মামলা রয়েছে বলেও জানান।