টাঙ্গাইলে পরিবার সম্মেলনে মা ও শিশুর স্বাস্থ্য বিষয়ক কুইজ প্রতিযোগিতা
- আপডেট সময় : ০১:১৩:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ২ জুন ২০২৪ ২১ বার পড়া হয়েছে
সোনালী বাংলাদেশ নিউজ ডেস্ক: “দুই সন্তানেই হবে দেশ, সুখী সমৃদ্ধ বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলের ভ‚ঞাপুরে দিনব্যাপি পরিবার সম্মেলন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। একইসঙ্গে অনুষ্ঠানে দম্পতি, বউ-শ^াশুড়ি, শ^শুড় ও দেবর-ননদ নিয়ে মা ও শিশু স্বাস্থ্য বিষয়ক কুইজ প্রতিযোগিতা, ঝুঁড়িতে বল ফেলা ও বালিশ খেলা অনুষ্ঠিত হয়।
চতুর্থ স্বাস্থ্য-জনসংখ্যা ও পুষ্টি সেক্টর কর্মসূচির আওতাধীন আইইএম ইউনিট, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উদ্যোগে শনিবার (০১ জুন) সকালে উপজেলা পরিবার-পরিকল্পনা বিভাগের বাস্তবায়নে উপজেলার নিকরাইল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের মাটিকাটাস্থ স্কুল মাঠে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এসময় উপজেলা নির্বাহী অফিসার মামুনুর রশীদ, আইইএম ইউনিটের সহকারী পরিচালক হালিমা খাতুন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. খন্দকার সাঈদ হোসেন, উপজেলা পরিবার-পরিকল্পনা কর্মকর্তা তাহমিনা তাবাসতুম, ডা. সোনিয়া আক্তার ও সংবাদকর্মী ফরমান শেখসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
পরিবার সম্মেলনে অতিথিরা কুইজ প্রতিযোগিতা ও বিভিন্ন বিনোদনমূলক খেলাধুলায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন। এতে উপজেলার ৬টি ইউনিয়নের বিভিন্ন এলাকার ২৫টি পরিবারের ১’শ জন সদস্য ও শিশুরা অংশ নেন। বক্তারা মা ও শিশু স্বাস্থ্য বিষয়কসহ নানা বিষয়ে পরামর্শমূলক আলোচনা করেন।