টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে দুইজনের মৃত্যু
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০২:১২:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ১ জুন ২০১৮ ১১১ বার পড়া হয়েছে
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার সরাতৈল এলাকায় পৃথক দুই স্থানে ট্রেনে কাটা পড়ে দুইজন নিহত হয়েছেন।শুক্রবার ভোরে (১ জুন) এ ঘটনা দুটি ঘটে বলে জানা গেছে। নীলফামারী এক্সপ্রেস ট্রেনটি ঢাকার দিকে যাওয়ার পথিমধ্যে শুক্রবার ভোরে কালিহাতী উপজেলার সরাতৈল এলাকায় পৃথক দুটি স্থানে ওই দুই যুবক ট্রেনে কাটা পড়ে। নিহতের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি মির্জাপুর উপজেলার সুমন মিয়া (৩০)। সে গাজীপুরের শ্রীপুরে একটি গার্মেন্টসে চাকরি করতো। অন্যজনের পরিচয় এখনো জানা যায়নি।বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ওসি মোশারফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


















