টাঙ্গাইলে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী নিহত
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ১১:৪৮:৪৭ অপরাহ্ন, বুধবার, ১২ মার্চ ২০২৫ ১০৪ বার পড়া হয়েছে
সোনালী বাংলাদেশ নিউজ ডেস্ক:
টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় অজ্ঞাত ট্রাকের চাপায় রাসেল (৩১) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় অজ্ঞাত ট্রাকের চাপায় রাসেল (৩১) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
মঙ্গলবার রাতে টাঙ্গাইল জামালপুর ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের সাতুটিয়া ব্রীজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনাটি ঘটেছে।
নিহত রাসেল কালিহাতী উপজেলার বীরবাসিন্দা ইউনিয়নের রাজাফৈর গ্রামের শামেস উদ্দিনের ছেলে।
এ বিষয়ে এলেঙ্গা-মধুপুর হাইওয়ে থানার (ওসি) মোহাম্মদ শরীফ জানান, টাঙ্গাইল-জামালপুর-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের সাতুটিয়া এলাকায় অজ্ঞাত একটি ট্রাক মোটরসাইকেলকে চাপা দিলে ঘটনাস্থলেই রাসেল নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হন।















