টাঙ্গাইলে জাতীয়তাবাদী শ্রমিকদলের ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
- আপডেট সময় : ০৭:৫০:০৫ পূর্বাহ্ন, বুধবার, ২ মে ২০১৮ ৩২ বার পড়া হয়েছে
ঐতিহ্য আর সংগ্রামের মধ্য দিয়ে টাঙ্গাইলে জেলা শ্রমিকদলের ৩৯তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে।
বুধবার (২ মে) সকালে শহরের পুরাতন বাসস্ট্যান্ড থেকে একটি র্যালী বের হয়ে ভিক্টোরিয়া রোডস্থ বিএনপি দলীয় কার্যালয়ের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশ করে।
সমাবেশে, সংগঠনের সিনিয়র সহ-সভাপতি আবু সাইদের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক একেএম মনিরুল হকের সঞ্চালনায় প্রধান অতিথি’র বক্তব্য রাখেন, টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি কৃষিবিদ শামছুল আলম তোফা, সাধারন সম্পাদক এডভোকেট ফরহাদ ইকবাল, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এড.মোহাম্মদ আলী প্রমূখ।
এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সহ-সভাপতি জিয়াউল হক শাহীন, আতাউর রহমান জিন্নাহ, যুগ্ম সাধারন সম্পাদক আবুল কাসেম, আনিছুর রহমান আনিছ, খন্দকার রাশেদুল আলম রাশেদ, সাংগঠনিক সম্পাদক আশরাফ পাহেলী, আব্দুল হামিদ তালুকদার, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দ মনিরুজ্জামান জুয়েল, ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক নূরুল ইসলাম, শ্রমিকদল নেতা আব্দুল হালিম, জয়নাল আবেদিন, মাসুদ করিমসহ অঙ্গসংগঠনের সকল পর্যায়ের নেতৃবৃন্দ। সমাবেশ থেকে বক্তারা, বেগম খালেদা জিয়া ও আব্দুস সালাম পিন্টুর মুক্তি ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং সুলতান সালাউদ্দিন টুকু সহ সকলের রাজনৈতিক মামলা প্রত্যাহারের দাবী জানান।