টাঙ্গাইলে চার্জশীটভুক্ত পলাতক ৪ আসামীর আত্মসমর্পণ: আওয়ামী লীগ নেতা ফরিদ হত্যা
- আপডেট সময় : ১২:০০:০৩ অপরাহ্ন, সোমবার, ১৯ মার্চ ২০১৮ ১৩৪ বার পড়া হয়েছে
সোমবার দুপুরে টাঙ্গাইলের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ফারজানা হাসনাতের আদালতে টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাাদক রকিবুল ইসলাম ফরিদ হত্যা মামলায় চার্জশীটভুক্ত পলাতক ৪ জন আসামী আত্মসমর্পণ করেছেন।
আত্মসমর্পণকারীরা হলেন, ভূঞাপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ও জেলা পরিষদের সদস্য আব্দুল হামিদ ভোলা, সৈয়দ মাসুদুল হক টুকু, আলমগীর হোসেন এবং কনিক।
টাঙ্গাইলের কোর্ট ইন্সপেক্টর আনোয়ারুল হক বলেন, ফরিদ হত্যা মামলায় চার্জশীটভুক্ত পলাতক এই ৪ আসামীর আত্মসমর্পণের পর তাদেরকে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে।
নিহত ফরিদের ভাই ও হত্যা মামলার বাদী ফজলুল করিম বলেন, আমরা এই হত্যাকান্ডের আসামীদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি চাই। যাতে ভবিষৎতে আর কেউ এই ধরণের ঘটনা ঘটাতে সাহস না পায়।
মামলার তদন্তকারী কর্মকর্তা টাঙ্গাইল জেলা গোয়েন্দা পুলিশের ওসি অশোক কুমার সিংহ বলেন, চার্জশীটভূক্ত ১৮ আসামীর মধ্যে তারাও অন্যতম। মামলার তদন্ত করে স্বাক্ষ্য প্রমাণের ভিত্তিতে অভিযোগপত্র দাখিল করা হয়েছে। ৫ জন আসামী আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।
উল্লেখ্য ২০১৬ সালের ৬ ডিসেম্বর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রকিবুল ইসলাম ফরিদকে হত্যা করে লাশ তার বাড়ির পুকুরে ফেলে রাখে দূর্বৃত্তরা।


















