টাঙ্গাইলে গলায় ফাঁস দিয়ে নারীর ‘আত্মহত্যা’
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ১২:৩৩:৪১ অপরাহ্ন, শনিবার, ৯ জুন ২০১৮ ২৯ বার পড়া হয়েছে
টাঙ্গাইলের মধুপুরে খোদেজা (২২) নামে এক স্বামী পরিত্যাক্তা নারী গলায় ফাঁস দিয়ে ‘আত্মহত্যা’ করেছেন।
শুক্রবার (৮ জুন) বেলা ১১টার দিকে গোঁজাখালের পাড়ে একটি গাছের ঝুলন্ত অবস্থায় পুলিশ মরদেহ উদ্ধার করে।নিহত খোদেজা উপজেলার আউশনারা ইউনিয়নের জয়তেঁতুল গ্রামের জনৈক খোকা মিয়ার মেয়ে।
স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য জয়নাল আবেদিন জানান, কিছুদিন আগে স্বামীর সঙ্গে ছাড়াছাড়ি হয়ে বাবার বাড়িতে চলে আসেন খোদেজা। বৃহস্পতিবার (৭ জুন) রাতে কোনো এক সময় বাড়ি থেকে একটু দূরে খালের পাড়ের আকাশমনি গাছে ফাঁস দিয়েছেন বলে ধারণা করা হচ্ছে।পুলিশ এসে খোদেজার মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নিয়েছে বলেও জানান তিনি।