টাঙ্গাইলে কেন্দ্রিয় যুবদলের সাধারন সম্পাদক টুকু’র কূশপুত্তলিকা দাহ করে বিক্ষোভ
- আপডেট সময় : ০৭:৫০:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ জুন ২০১৮ ৩৫ বার পড়া হয়েছে
টাঙ্গাইলে যুবদলের সাধারন সম্পাদক টুকু’র কূশপুত্তলিকা দাহ করা হয়েছে। সোমবার সকালে টাঙ্গাইল শহীদ স্মৃতি পৌর উদ্যানে যুবদলের নতুন কমিটি ঘোষনাকে কেন্দ্র করে যুবদলের একাংশ কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর কূশপুত্তলিকা দাহ করে।
এ সময় শহরের বিভিন্ন এলাকা থেকে পদ বঞ্চিত নেতারা খন্ড খন্ড মিছিল নিয়ে পৌর উদ্যানে এসে সমবেত হয়। পরে টুকুর কূশপুত্তলিকা নিয়ে বিক্ষোভ মিছিলটি বের হবার সময় পুলিশি বাধাঁর মুখে পরে। পরে পুলিশি বাধাঁর মুখে সেখানেই সংক্ষিপ্ত পথসভা শেষে টুকুর কূশপুত্তলিকা দাহ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা বিএনপির বহিস্কৃত সহ-সভাপতি হাসানুজ্জামিল শাহীন, জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারন সম্পাদক কাজী শফিকুর রহমান লিটন, জেলা যুবদলের বহিস্কৃত সভাপতি খন্দকার আহমেদুল হক সাতিল, সাবেক সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম স্বপন, শহর বিএনপির বহিস্কৃত সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন, জেলা ছাত্রদলের বহিস্কৃত যুগ্ম সাধারন সম্পাদক তৌহিদুল ইসলাম বাবুসহ যুবদলের একাংশের নেতৃবৃন্দ।